Advertisement

Behala Death: আমেরিকায় থাকেন ছেলে, স্ত্রী জীবন্ত দগ্ধ, অসহায় মৃত্যু দেখলেন বৃদ্ধ, বেহালায় কী রহস্য?

বেহালার পর্নশ্রী থানার বকুলতলা এলাকায় নিজের বাড়িতেই রহস্যমৃত্যু বৃদ্ধার। বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল অগ্নিদগ্ধ দেহ। জানা যাচ্ছে, দোতলা বাড়িতে থাকতেন বৃদ্ধ দম্পতি। ওই দম্পতির ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। পরিবারের দাবি, নানারকম অসুখে ভুগছিলেন ৭০ বছরের বৃদ্ধা। বাড়ির একতলায় ছিলেন স্বামী, তিনিই সকালে দোতলায় স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ দেখতে পান।

বেহালায় বাড়িতে রহস্য মৃত্যু বৃদ্ধারবেহালায় বাড়িতে রহস্য মৃত্যু বৃদ্ধার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2025,
  • अपडेटेड 11:34 AM IST

বেহালার পর্নশ্রী থানার বকুলতলা এলাকায় নিজের বাড়িতেই  রহস্যমৃত্যু বৃদ্ধার। বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল  অগ্নিদগ্ধ দেহ। জানা যাচ্ছে, দোতলা বাড়িতে থাকতেন বৃদ্ধ দম্পতি। ওই দম্পতির ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। পরিবারের দাবি, নানারকম অসুখে ভুগছিলেন ৭০ বছরের বৃদ্ধা। বাড়ির একতলায় ছিলেন স্বামী, তিনিই সকালে দোতলায় স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ দেখতে পান। 

জানা যাচ্ছে, বৃদ্ধার ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট। তাতে একাকীত্ব, অসহায়তার কথাই লিখেছেন তিনি। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, চরম আর্থিক অনটনে ছিলেন বৃদ্ধ নিঃসঙ্গ দম্পতি। গায়ে আগুন দিয়ে বৃদ্ধা আত্মঘাতী হন।

দীর্ঘদিন ধরেই  অসুস্থ ছিলেন বৃদ্ধার স্বামী। এদিকে সন্তান কাছে নেই। ফলে মানসিক অবসাদ গ্রাস করেছিল তাঁকে। তার জেরেই চরম সিদ্ধান্ত। বুধবার রাতে আমচকাই দরজা বন্ধ করে গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।  ডিপ্রেসনের কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু? তদন্ত করে দেখছে পুলিশ। 


 

Read more!
Advertisement
Advertisement