আনিসকাণ্ডে রাজ্য সরকার বা SIT যে রিপোর্ট পেশ করেছে তাতে খামতি রয়েছে। এই অভিযোগ করল মামলাকারীরা। কোথায় খামতি রয়েছে তা জানতে চেয়ে মামলাকারীদের হলফনামা পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
গত ১৯ এপ্রিল আনিসকাণ্ডে মুখবন্ধ খামে আদালতের কাছে রিপোর্ট পেশ করে SIT। সেই রিপোর্টের কপি দেওয়া হয় মামলাকারীদের পরিবারকেও। সেই রিপোর্ট দেখে এদিন আদালকে আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, এই রিপোর্টে একাধিক খামতি আছে। এই রিপোর্টে তাঁরা সন্তুষ্ট নন। যে রিপোর্ট পেশ করা হয়েছে তাকে তদন্তের রিপোর্ট বলা যায় না।
আরও পড়ুন : ৭ দিনে বাংলায় করোনা বেড়েছে ৬৬%, চতুর্থ ঢেউয়ের শঙ্কা?
আদালতের কাছে মামলাকারীদের আরও অভিযোগ, এই মামলায় যারা অভিযুক্ত তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। করলেও তা দায়ারাভাবে। আইনজীবীর আরও দাবি, আনিসের এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। রিপোর্টে উল্লেখ যেহেতু উপর থেকে পড়ে যাওয়ার আগে আনিস চিৎকার করেনি তাই একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মামলায় যে পলিগ্রাফ টেস্ট আছে তাতেও খুনের অভিযোগকে অমান্য করার চেষ্টা করা হচ্ছে। এই রিপোর্টে তারা সন্তুষ্ট নন।
আইনজীবীর আরও দবি, রাজ্যের পুলিশের উপর তাদের কোনও আস্থা নেই। তারা চাইছেন, অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। এদিকে মামলাকারীদের তরফে এই বক্তব্য শোনার পর মাননীয় বিচারপতির নির্দেশ, রিপোর্টে কোথায় কোথায় খামতি রয়েছে তা নিয়ে হলফনামা জমা দিতে হবে আনিসের পরিবারকে। আগামী এক সপ্তাহের মধ্যে এই হলফনামা পেশ করতে হবে।