Advertisement

Netaji Subhas Chandra Bose Jayanti 2023: নেতাজির জন্মদিনে কলকাতায় আসছেন সুভাষ-কন্যা অনিতা

Netaji Subhas Chandra Bose Jayanti 2023: ইতিমধ্যে নেতাজির ১২৬ তম জন্ম জয়ন্তী পালনের তোড়জোড় চলছে দেশজুড়ে। নেতাজির জন্মদিন পালনে কলকাতাতেও রয়েছে একাধিক অনুষ্ঠান-কর্মসূচি। তার মধ্যে কলকাতা বিশ্ববদ্যালয়ের ইনস্টিটিউট হলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন নেতাজি-কন্যা জার্মানি-নিবাসী অর্থনীতিবিদ অনিতা বসু পাফ।

কলকাতা বিশ্ববদ্যালয়ের ইনস্টিটিউট হলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন নেতাজি-কন্যা জার্মানি-নিবাসী অর্থনীতিবিদ অনিতা বসু পাফ।কলকাতা বিশ্ববদ্যালয়ের ইনস্টিটিউট হলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন নেতাজি-কন্যা জার্মানি-নিবাসী অর্থনীতিবিদ অনিতা বসু পাফ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2023,
  • अपडेटेड 8:29 PM IST
  • ইতিমধ্যে নেতাজির ১২৬ তম জন্ম জয়ন্তী পালনের তোড়জোড় চলছে দেশজুড়ে।
  • নেতাজির জন্মদিন পালনে কলকাতাতেও রয়েছে একাধিক অনুষ্ঠান-কর্মসূচি।

Netaji Subhas Chandra Bose Jayanti 2023: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) জন্মবার্ষিকী পালন করা হবে পরাক্রম দিবস হিসাবে। ২০২১-এই এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছিল কেন্দ্র সরকার। ইতিমধ্যে নেতাজির ১২৬ তম জন্ম জয়ন্তী (Netaji Subhas Chandra Bose Jayanti 2023) পালনের তোড়জোড় চলছে দেশজুড়ে।

নেতাজির জন্মদিন পালনে কলকাতাতেও রয়েছে একাধিক অনুষ্ঠান-কর্মসূচি। তার মধ্যে কলকাতা বিশ্ববদ্যালয়ের ইনস্টিটিউট হলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন নেতাজি-কন্যা জার্মানি-নিবাসী অর্থনীতিবিদ অনিতা বসু পাফ (Anita Bose Pfaff)। ওই দিন এই অনুষ্ঠানে নেতাজির জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য রাখবেন তিনি। গত বছর জাপানের রেনকোজি মন্দিরে রাখা নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি তোলেন তিনি। নেতাজির ‘মৃত্যু রহস্য’ সমাধানে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

এই দিন দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কিত একটি আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন সিয়াসত সর্বভারতীয় উর্দু দৈনিকের ম্যানেজিং ডিরেক্টর জাহির উদ্দিন আলি খান।

অনিতা বসু পাফ ছাড়াও নেতাজির জীবন ও সংগ্রামের সম্পর্কে বলবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে চেলমেশ্বর, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য লেফ্টন্যান্ট জেনারেল জামির উদ্দিন শাহ, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার বিমল চ্যাটার্জি, কলকাতা বিশ্ববিদ্যালনের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, আইআইটি বম্বের প্রাক্তন অধ্যাপক রাম পুনিয়ানী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

Read more!
Advertisement
Advertisement