Advertisement

Behala Accident: বেহালায় ফের দুর্ঘটনা,রাস্তা পারাপারের সময়ে বাসের ধাক্কায় মৃত্যু মহিলার

প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই সময়ে সিগনাল লাল থাকলেও শেষ ২-৩ সেকেণ্ড বাকি ছিল। সবুজ হতে সময় বাকি ছিল। এদিকে তখনই রাস্তা পার হতে যাচ্ছিলেন মহিলা। সেই সময়ে কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে একটি বাস ছুটে আসে।

বেহালাবেহালা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2023,
  • अपडेटेड 6:53 PM IST
  • বেহালায় ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু। বেহালা থানার সামনে, ডায়মন্ডহারবার রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।
  • এর আগে বেহালার চৌরাস্তার সামনে এক শিশুর মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল কলকাতা।  
  • মৃতের নাম অঞ্জলি বিষ্ণু। সূত্রের খবর, মঙ্গলবার বেহালা থানার সামনের সিগন্যালের কাছেই ছিলেন ওই মহিলা।

বেহালায় ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু। বেহালা থানার সামনে, ডায়মন্ডহারবার রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। এর আগে বেহালার চৌরাস্তার সামনে এক শিশুর মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল কলকাতা।  

মৃতের নাম অঞ্জলি বিষ্ণু। সূত্রের খবর, মঙ্গলবার বেহালা থানার সামনের সিগন্যালের কাছেই ছিলেন ওই মহিলা। ডায়মন্ড হারবার রোড পার করছিলেন তিনি। সেই সময়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই সময়ে সিগনাল লাল থাকলেও শেষ ২-৩ সেকেণ্ড বাকি ছিল। সবুজ হতে সময় বাকি ছিল। এদিকে তখনই রাস্তা পার হতে যাচ্ছিলেন মহিলা। সেই সময়ে কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে একটি বাস ছুটে আসে। তখনই বাসের ধাক্কায় গুরুতর আহত হন মহিলা। এরপর ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

প্রসঙ্গত, সম্প্রতি বেহালার চৌরাস্তায় একই ধরণের একটি পথ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। সৌরনীল নামের ওই ছাত্রকে ধাক্কা মারে মাটিবোঝাই লরি।

বেহালার ঘটনার পরেই টনক নড়ে প্রশাসনের। সড়ক নিরাপত্তা বাড়াতে তোড়জোর শুরু হয়। শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে নয়া বিধি আনা হয়। সকাল ৬টার পর কলকাতায় ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়৷ এর পাশাপাশি কলকাতার সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় নিয়ন্ত্রণে বাড়তি নজর দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে একজন ওসি বা সম-মর্যাদার অফিসার রাখা হবে বলে নির্দেশ দেওয়া হয়।  

TAGS:
Read more!
Advertisement
Advertisement