Advertisement

Kolkata Building Tilt: বিধাননগরে হেলে গেল বহুতল, অতীতে জলাভূমি ছিল, দাবি বাসিন্দাদের

এই অঞ্চলের পুরনো  বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল। এই জলাভূমিগুলি ভরাট ছোট টালি এবং এডভেস্টারের বাড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রোমোটারের দৌরাত্তে ছোট বাড়ি গুলি ভেঙে তৈরি করা হয়েছে তিন তলা, চার তলা বিল্ডিং।

সল্টলেকে হেলে গেল বহুতলসল্টলেকে হেলে গেল বহুতল
অহনা চট্টোপাধ্যায়
  • সল্টলেক,
  • 30 Jan 2025,
  • अपडेटेड 10:30 AM IST

বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়ির উপর হেলে পড়েছে আরেকটি বাড়ি। এই ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। বিধান নগরের অন্তর্গত সুকান্ত নগরে একটি বাড়ি পার্শ্ববর্তী বাড়ির দিকে হেলে পড়েছে।  একটি বিল্ডিংর কার্নিশ ছুঁয়েছে অপর একটি বিল্ডিংকে।

এই অঞ্চলের পুরনো  বাসিন্দারা জানাচ্ছেন মূলত এটি জলাভূমি ছিল। এই জলাভূমিগুলি ভরাট ছোট টালি এবং এডভেস্টারের বাড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রোমোটারের দৌরাত্তে ছোট বাড়ি গুলি ভেঙে তৈরি করা হয়েছে তিন তলা, চার তলা বিল্ডিং। ফলে বিল্ডিংগুলি হেলে পড়ার ঘটনা ঘটেছে। বাড়ি হেলে যাওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বন, জলাভূমি ছিল এই জায়গায়। তাই এই জায়গায় বড় বাড়ি করার জন্য এই ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয়রা।  

৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর জানান বাড়ির তৈরির প্ল্যান বৈধ কিনা সেটা দেখার কাজ কর্পোরেশনের। তবে তিনি আরও জানান,  হেলে পাড়া বাড়ির ক্ষেত্রে তিনি চিঠি দিয়ে কর্পোরেশনকে জানান।

রিপোর্টার: অরিন্দম ভট্টাচার্য
 

Read more!
Advertisement
Advertisement