Advertisement

Anti-Ragging Rakhi: যাদবপুরে পড়ুয়াদের হাতে এবার 'অ্যান্টি র‍্যাগিং রাখি', অভিনব উদ্যোগ

আজ রাখিপূর্ণিমা। যাদবপুরের ছাত্র-ছাত্রী যারা সিসি টিভির বিরুদ্ধে এবং ক্যাম্পাসে নেশার পক্ষে, তাদের 'অ্যান্টি র‌্যাগিং' রাখী পরাবেন রেলপুকুর ইউনাইটেড ক্লাবের মহিলা সদস্যরা। হস্টেলের বারান্দা থেকে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গিয়েছেন ২০ দিন হল। অথচ ক্যাম্পাসে নজরদারির জন্য এখনও পরিকল্পনামাফিক সিসি ক্যামেরা বসানো হয়নি যাদবপুরে। এ ব্যাপারে পড়ুয়াদের বার্তা দিতেই এই অভিনব কর্মসূচী নিয়েছে ওই ক্লাব।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Aug 2023,
  • अपडेटेड 12:11 PM IST
  • আজ রাখিপূর্ণিমা। যাদবপুরের ছাত্র-ছাত্রী যারা সিসি টিভির বিরুদ্ধে এবং ক্যাম্পাসে নেশার পক্ষে, তাদের 'অ্যান্টি র‌্যাগিং' রাখী পরাবেন রেলপুকুর ইউনাইটেড ক্লাবের মহিলা সদস্যরা।
  • হস্টেলের বারান্দা থেকে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গিয়েছেন ২০ দিন হল। অথচ ক্যাম্পাসে নজরদারির জন্য এখনও পরিকল্পনামাফিক সিসি ক্যামেরা বসানো হয়নি যাদবপুরে।

আজ রাখিপূর্ণিমা। যাদবপুরের ছাত্র-ছাত্রী যারা সিসি টিভির বিরুদ্ধে এবং ক্যাম্পাসে নেশার পক্ষে, তাদের 'অ্যান্টি র‌্যাগিং' রাখী পরাবেন রেলপুকুর ইউনাইটেড ক্লাবের মহিলা সদস্যরা। হস্টেলের বারান্দা থেকে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গিয়েছেন ২০ দিন হল। অথচ ক্যাম্পাসে নজরদারির জন্য এখনও পরিকল্পনামাফিক সিসি ক্যামেরা বসানো হয়নি যাদবপুরে। এ ব্যাপারে পড়ুয়াদের বার্তা দিতেই এই অভিনব কর্মসূচী নিয়েছে ওই ক্লাব।

বুববার ওই ক্লাবের মহিলা সদস্য এলাকার পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন। তারপর যারা বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরার বিরোধিতা করছেন, তাদের রাখী পরাবেন বলে জানিয়েছেন, ক্লাবের সভাপতি গৌতম গুহ। তাঁর বক্তব্য, 'যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর অন্যতম কারণ র‌্যাগিং। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। ওই পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই তাঁর বাড়ির লোকজন এই র‌্যাগিয়ের অভিযোগই তুলেছিলেন। সেই বিষয়ে সামাজিক বার্তা দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।'

উল্লেখ্য, পুলিশ দাবি করেছে, ছাত্রমৃত্যুর ঘটনায় র‌্যাগিংয়ের প্রমাণ মিলেছে। লালবাজার সূত্রে খবর, হস্টেলের ৭০ নম্বর ঘরে ওই ছাত্রকে বিবস্ত্র করানো হয়েছিল। তার পর তাঁকে বারান্দায় হাঁটানো হয়। 

এদিকে,  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রযুক্তিগত ব্যবস্থা খতিয়ে দেখতে আজই আসতে পারেন ইসরোরপ্রতিনিধিরা। র‌্যাগিং বন্ধ করার জন্য নানারকম ব্যবস্থা নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি থেকে অন্যান্য প্রযুক্তিগত ব্যবস্থা খতিয়ে দেখতে ইসরোর বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, আজই ব্যবস্থা খতিয়ে দেখতে ক্যাম্পাসে আসছেন ইসরোর বিশেষজ্ঞরা। রাজ্যপাল এই নিয়ে ইসরোর সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement