বিদ্যাসাগরের জন্মদিন ঘিরে ফের সরগরম রাজনীতি। শুক্রবার কলকাতায় একাধিক পুজো উদ্বোধনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়্যারে পুজো উদ্বোধনের সময় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান। একই দিনে বিদ্যাসাগর কলেজে গিয়ে মূর্তিতে মাল্যদান করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের ২০১৯ সালের ১৪ মে-র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা তুলে বিজেপিকে নিশানা করেন তিনি।
অভিষেক বলেন, 'আমরা ছোটবেলা থেকে বিদ্যাসাগরের কথা পড়েছি। তিনি নবজাগরণের অগ্রদূত, বর্ণপরিচয়ের স্রষ্টা, বাল্যবিবাহ রোধ করেছিলেন। তিনি আপসহীন লড়াইয়ের শিক্ষা দিয়েছেন। বাইরে থেকে যারা এসে উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছিল, তারাই মূর্তি ভেঙেছিল। আর তার জবাবও বাংলার মানুষ দিয়েছেন।'
তৃণমূল নেতা অভিযোগ করেন, বিজেপি বিদ্যাসাগরের জন্মদিনে মালা দিতে আসে না, অথচ ভোটের রাজনীতি করতে কলকাতার পুজো উদ্বোধনে হাজির হয়। তিনি বলেন, 'পাঁচ বছর আগে বলত বাংলায় দুর্গাপুজো হয় না, আজ আবার উদ্বোধনে আসছে। বাংলাকে নিপীড়িত করে রেখেছে এরা। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।'
অভিষেক আরও দাবি করেন, বিদ্যাসাগরের ঘাটালের বাড়ি ও কলকাতার বাসভবন সংরক্ষণের কাজ বর্তমান রাজ্য সরকার করেছে, যা আগের কোনও সরকার করেনি। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, 'যদি বিজেপির শাসনেই সোনার বাংলা হয়, তবে বিজেপি-শাসিত রাজ্যগুলো সোনার হয় না কেন?'