বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)-র বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। কলকাতার একটি থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জোড়াবাগানের এক বাসিন্দা। অভিযোগের তালিকায় নাম রয়েছে বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)-র ভাই অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)-রও।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জোড়াবাগান থানা এলাকার বাসিন্দা আনন্দশঙ্কর ঘোষ। তিনি ওই অভিযোগ করেছেন। বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) এবং তাঁর ভাই অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিষেক সিএবি সভাপতি।
তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গয়না, প্রাচীন জিনিসপত্র। সব মিলিয়ে যার দাম প্রায় ২ কোটি টাকা। পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে।
বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya) তৃণমূল কংগ্রেসে ছিলেন। তিনি হাওড়ার বালির বিধায়কও ছিলেন। তবে একুশের বিধানসবা ভোটের আগে তিনি যোগ দেন বিজেপিতে। আর বিজেপির টিকিটে তিনি ওই কেন্দ্রেই ভোটে লড়ে। তবে ভোটে জিততে পারেননি।
রাজনীতির বাইরে তাঁদের অন্য একটি বড় পরিচয় রয়েছে। তা হল তাঁরা প্রয়াত ক্রিকেট কর্তা জগমোহন ডালমিয়ার সন্তান। বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya)-র ভাই অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)-র বিরুদ্ধে এমন অভিযোগ ওটায় শোরগোল পড়ে গিয়েছে।
এদিকে, দিন কয়েক আগের ঘটনা। বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়ার ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছিল। যা নিয়ে ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।
বিজেপি নেত্রী তথা বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়ার তাঁর ছেলের ওপর মারধরের অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেন। মারের চোটে ছেলের মুখে হাতে ও পেটে চোট লেগেছে বলে জানিয়েছেন তিনি। ছেলেকে পাশে বসিয়েই লাইভ করেন তিনি।
প্রশ্ন তোলেন, "“কলকাতার মতো জায়গায় এসব কী হচ্ছে? এমনটা আগে দেখিনি। সকাল ১০টার সময় দুষ্কৃতীরা এভাবে অতর্কিতে হামলা চালাল। তাদের ধরে বেহালা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ওর চোট লেগেছে।”