Advertisement

Balagarh: রাতে পুলিশ তুলে নিয়ে যায়, সকালে রেললাইনে মিলল যুবকের দেহ, বলাগড় থানায় ধুন্ধুমার

হুগলির বলাগড়ে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। পরিবারের অভিযোগ, রাতে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরই সকালে রেললাইনের ধারে মিলল শেখ আসাদুল মণ্ডলের ক্ষতবিক্ষত দেহ। এরপরই বলাগড় থানায় ব্যাপক ভাঙচুর চালান মৃতের পরিজন ও স্থানীয়রা।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2025,
  • अपडेटेड 3:58 PM IST
  • হুগলির বলাগড়ে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।
  • পরিবারের অভিযোগ, রাতে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরই সকালে রেললাইনের ধারে মিলল শেখ আসাদুল মণ্ডলের ক্ষতবিক্ষত দেহ।

হুগলির বলাগড়ে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। পরিবারের অভিযোগ, রাতে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরই সকালে রেললাইনের ধারে মিলল শেখ আসাদুল মণ্ডলের ক্ষতবিক্ষত দেহ। এরপরই বলাগড় থানায় ব্যাপক ভাঙচুর চালান মৃতের পরিজন ও স্থানীয়রা। ভাঙচুর করা হয় সিসিটিভি ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নারসহ থানার নানা অংশ। পরিস্থিতি কার্যত ধুন্ধুমার।

কী ঘটেছিল বৃহস্পতিবার রাতে?
পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে পুলিশ আসাদুলকে তুলে নিয়ে যায়। তিনি নিজেই মেসেজ করে জামাইবাবুকে জানান যে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেন নিয়ে যাওয়া হয়েছে, তা স্পষ্টভাবে বলেননি তিনি। এরপর সারারাতই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শুক্রবার সকালে বলাগড় স্টেশনের পাশে রেললাইনের ধারে মিলল তাঁর দেহ। সেই খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার–পরিজনরা। পুলিশের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ তোলেন তাঁরা।

পুলিশের পালটা দাবি
পুলিশের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে তাঁকে থানায় আনা হয়েছিল। রাতেই বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর কীভাবে মৃত্যু, তার কোনও ধারণা নেই। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্তেই স্পষ্ট হবে কীভাবে মৃত্যু হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement