Advertisement

Bally Bridge Closed: বালি ব্রিজ আজ থেকে আংশিক বন্ধ, ট্রেনও চলবে না, বিকল্প রুট কী?

রেলসেতুর মেরামতির কাজের জন্য আজ থেকে বন্ধ হচ্ছে বালি ব্রিজের একাংশে যান চলাচল। বুধবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে মেরামতির কাজ। যে কারণে এক দিকের লেন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। চারদিন কাজ চলবে। সেতুর ওপর যান নিয়ন্ত্রণের কারণে গাড়ি-বাস চলাচলের কয়েকটি রাস্তা বদলানো হয়েছে। এগুলি ঘুরপথে চলবে।

বালি ব্রিজ আংশিক বন্ধবালি ব্রিজ আংশিক বন্ধ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 1:59 PM IST

রেলসেতুর মেরামতির কাজের জন্য আজ থেকে বন্ধ হচ্ছে বালি ব্রিজের একাংশে যান চলাচল। বুধবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে মেরামতির কাজ। যে কারণে এক দিকের লেন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। চারদিন কাজ চলবে। সেতুর ওপর যান নিয়ন্ত্রণের কারণে গাড়ি-বাস চলাচলের কয়েকটি রাস্তা বদলানো হয়েছে। এগুলি ঘুরপথে চলবে।

২২ জানুয়ারি বুধবার রাত ১২টা থেকে আংশিক বন্ধ হয় বালি ব্রিজ। এরপর ২৭ জানুয়ারি সোমবার ভোর ৪টে পর্যন্ত এই বালি ব্রিজ বন্ধ থাকবে। পরিবহণ দফতরের তরফে নির্দেশিকা পাওয়ার পরেই চার দিনের জন্য নতুন রুটের কথা ঘোষণা করে হাওড়া পুলিশ কমিশনারেট।

প্রায় ৯৫ বছর আগে তৈরি দমদম-ডানকুনি শাখার বালিঘাট এবং বালিহল্টের রেল ওভার ব্রিজের স্টিল গার্ডার তৈরি হয়েছিল। ব্রিজের গার্ডারের অবস্থা তেমন ভালো নয়। এগুলিতে মেরমতির প্রয়োজন আছে। তাই শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর গার্ডার বদলানো হবে। 

এখানে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে বাস পরিষেবা বাড়ানো হয়েছে। যদিও ওই লেন দিয়ে দক্ষিণেশ্বর থেকে হাওড়াগামী কোনও বাস এবং গাড়িও চলবে না। সবই যাবে ঘুরপথে।

দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া মালবাহী ভারী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া, বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া লেনে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দু’চাকা এবং তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। নিবেদিতা সেতু দিয়ে যাতায়াতের কারণে ওই চার দিন বাসের টোল ট্যাক্স লাগছে না।
 

Read more!
Advertisement
Advertisement