Advertisement

Shanta Paul : বাংলাদেশের লাস্যময়ী শান্তার শাগরেদও এবার গ্রেফতার, মডেলের সঙ্গে কী সম্পর্ক ছিল যুবকের?

বাংলাদেশের মডেল-অভিনেত্রী শান্তা পালের গ্রেফতারির ঘটনায় সাফল্য পেল পুলিশ। এবার শান্তা পালের শাগরেদকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

shanta paulshanta paul
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 2:42 PM IST
  • বাংলাদেশের মডেল-অভিনেত্রী শান্তা পালের গ্রেফতারির ঘটনায় সাফল্য পেল পুলিশ
  • গ্রেফতার তার এক সাগরেদ

বাংলাদেশের মডেল-অভিনেত্রী শান্তা পালের গ্রেফতারির ঘটনায় সাফল্য পেল পুলিশ। এবার শান্তা পালের শাগরেদকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। উত্তর ২৪ পরগনার নৈহাটি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় সৌমিক দত্ত নামের এক যুবককে। 

পুলিশ সূত্রে খবর শান্তা পালের কলকাতায় থাকার ব্যবস্থা করেছিল এই সৌমিকই। ভারতের জাল নথি তৈরিতে সৌমিক সাহায্য করেছিল শান্তাকে। শান্তার কাছ থেকেই ওই যুবকের পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। তারপরই তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশের একটি সূত্রের খবর, বাংলাদেশের শান্তার সঙ্গে দীর্ঘদিন ধরে আলাপ সৌমিকের। শান্তা নিজেই তা জানিয়েছে। তার কাছ থেকে যে জাল ভারতীয় নথি উদ্ধার হয়েছে সেগুলো সৌমিকই তাকে তৈরিতে সাহায্য করেছিল। এই সৌমিক একা জাল নথি তৈরি করত নাকি আরও কেউ তার সঙ্গে যুক্ত ছিল সেটা খতিয়ে দেখা হবে। 

কিছুদিন আগেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয় শান্তা পাল। সে পাসপোর্টের আবেদন করেছিল। কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় সন্দেহ হয়। ঘটনার অভিযোগ দায়ের হয় পার্ক স্ট্রিট থানায়। এরপর দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানার বিক্রমগড়ে একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেফতার করে পুলিশ। পরে এই মামলার দায়িত্বভার দেওয়া হয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখাকে। 

২০২৩ সাল থেকে কলকাতার বিক্রমগড়ে বাড়ি ভাড়া করে থাকছিলেন শান্তা। পুলিশ সূত্রে দাবি, ভারতীয় বিভিন্ন নথি ছাড়াও, বাংলাদেশের একাধিক পাসপোর্ট ও সেদেশের এক বিমান সংস্থার পরিচয়পত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (ঢাকার) মিলেছে তার কাছে। ২০২৩ সালে বাংলাদেশ থেকে জবারতে ভিসা নিয়ে এসেছিল শান্তা। সেই ভিসার মেয়াদ ফুরিয়েছে। ফলে অবৈধভাবে বসবাস করছিল সে। 

সূত্রের এও দাবি, শান্তার কাছ থেকে বর্ধমানের ঠিকানার একটি আধার কার্ডও মেলে। প্রাথমিকভাবে শান্তা জানিয়েছিল, তার কলকাতায় একটা ছোটো ব্যবসা চালুর পরিকল্পনা ছিল। বাংলাদেশে সে অ্যাঙ্কার ও মডেল হিসেবেও কাজ করেছে।  

Read more!
Advertisement
Advertisement