Advertisement

State Bank of India: SBI এর বড় দফতর কলকাতা থেকে সরানোর সম্ভাবনা, 'বাংলাকে বঞ্চনা', ক্ষোভে ফুঁসছে ব্যাঙ্কের সংগঠন

কলকাতা থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (SBI) গ্লোবাল মার্কেট ইউনিট (GMU) সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। সোমবার কলকাতার সার্কেল হেডকোয়ার্টার জীবন সুধার সামনে অবস্থান বিক্ষোভ করল ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’ (BBDBM)।

ব্যাঙ্ক বাঁচাও মঞ্চের প্রতিবাদ।ব্যাঙ্ক বাঁচাও মঞ্চের প্রতিবাদ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2025,
  • अपडेटेड 11:30 AM IST
  • গ্লোবাল মার্কেট ইউনিট (GMU) সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ।
  • সোমবার কলকাতার সার্কেল হেডকোয়ার্টার জীবন সুধার সামনে অবস্থান বিক্ষোভ করল ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’ (BBDBM)।
  • তাদের অভিযোগ, SBI-এর এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

কলকাতা থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (SBI) গ্লোবাল মার্কেট ইউনিট (GMU) সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। সোমবার কলকাতার সার্কেল হেডকোয়ার্টার জীবন সুধার সামনে অবস্থান বিক্ষোভ করল ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’ (BBDBM)। তাদের অভিযোগ, SBI-এর এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি দেশের ব্যাঙ্কিং সেক্টরে বাংলার দীর্ঘ ঐতিহ্যকে মুছে ফেলা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে GMU সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছিলেন তাঁরা। চলতি বছর মার্চেও রাষ্ট্রপতিকে এই মর্মে চিঠি দিয়েছিল ব্যাঙ্ক বাঁচাও মঞ্চ।

সংগঠনের দাবি, GMU ও ইন্টারন্যাশনাল রেমিট্যান্স সেন্টার (IRC) মুম্বইয়ে চলে গেলে পশ্চিমবঙ্গ বছরে ৬৫ কোটির টাকারও বেশি GST থেকে বঞ্চিত হবে। পাশাপাশি ৭০ এরও বেশি চুক্তিভিত্তিক কর্মীর চাকরি নিয়ে টানাটানি হতে পারে।

'ব্যাঙ্কিং সেক্টরে কলকাতার ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত'
প্রতিবাদীদের বক্তব্য, কলকাতা বরাবরই SBI এর আন্তর্জাতিক কাজকর্মের কেন্দ্রভূমি ছিল। BBDBM এর যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় ও সৌম্য দত্ত বলেন, 'এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, ব্যাঙ্কিং সেক্টরে কলকাতার ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত।'

আরও পড়ুন

প্রাক্তন GMU কর্মী ও প্রতিবাদ মঞ্চের মুখপাত্র অশোক মুখোপাধ্যায়ের কথায়, এই ইউনিট সরানো হলে রাজ্যের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

চেয়ারম্যানের উদ্দেশে স্মারকলিপি 
প্রতিবাদ চলাকালীন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজারের হাতে SBI চেয়ারম্যানকে উদ্দেশ্য করে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা । সংগঠনের হুঁশিয়ারি, দাবি মানা না হলে, ভবিষ্যতে আরও বৃহত্তর প্রতিবাদ জানানো হবে। সেই সঙ্গে আইনি পথে হাঁটারও হুঁশিয়ার দিয়েছেন তাঁরা।

অবসরপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি ছিলেন অন্যরাও
এদিনের বিক্ষোভে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে যেমন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীরা ছিলেন, তেমনই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও ছিলেন।সকলেরই দাবি, কলকাতার গ্লোবাল মার্কেট ইউনিট সরানো হলে বাংলার অর্থনীতিকেই সরাসরি আঘাত করা হবে।

GST থেকে রাজস্ব আয় কমার আশঙ্কা
সংগঠনের যুক্তি, GMU এবং IRC থেকে রাজ্য বিপুল পরিমাণ GST রাজস্ব পায়। এর অর্ধেক সরাসরি রাজ্যের খাতে জমা হয়। এই ইউনিট সরানো হলে সেই আয়ের উৎস বন্ধ হয়ে যাবে।

Advertisement

বাংলার সঙ্গে বঞ্চনা?
প্রতিবাদ মঞ্চের অভিযোগ, এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে কলকাতাকে দেশের ব্যাঙ্কিং ম্যাপ থেকে ধাপে ধাপে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। BBDBM এর সৌম্য দত্তের দাবি, কেন্দ্রীয় সরকারের নীতির মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলার অর্থনীতিকে দুর্বল করা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement