কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে ব্যানার লাগিয়েছিল বিজেপি। সেই সব ব্যানার ছিঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালীঘাটে। পুজো উদ্বোধন করতে বৃহস্পতিবার রাতেই কলকাতা এসেছেন অমিত শাহ। লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কয়্যারে সজল ঘোষের পুজো উদ্বোধন করবেন তিনি। এর পরে যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন অমিত শাহ।
কালীঘাট মন্দিরে অমিত শাহকে স্বাগত জানাতে ব্যানার লাগিয়েছিলেন রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ শ্রী তুষার কান্তি ঘোষ। অভিযোগ, সেই সব ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। বদলে লাগিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বিজেপির অভিযোগ, তৃণমূলের গুন্ডারা এই কাজ করেছে।
বৃহস্পতির বিকেল পর্যন্ত দফায় দফায় অমিত শাহের সফরসূচিতে বদল হয়। তবে সর্বশেষ সূচি অনুযায়ী, শুক্রবার সকালে পুজোর উদ্বোধন করবেন তিনি। তার ফাঁকেই কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে কথা ছিল শহরের ৩টি পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। তবে একেবারে শেষ সময় সফরসূচিতে পরিবর্তন হয়েছে। দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে যাচ্ছেন না শাহ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোর উদ্বোধন করবেন তিনি। যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এই পুজোর এবারের থিম অপারেশন সিঁদুর। এরপর ১১টা নাগাদ যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। তারপর যাবেন বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজ়েডসিসি) ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত পুজোর উদ্বোধন করতে। এই পুজোর উদ্যোক্তা রুদ্রনীল ঘোষ, দীপ্তিমান বসুদের মতো বিজেপি নেতারা।