তাজপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে যাওয়া নিউ ব্যারাকপুরের যুবক সুবোধ বিশ্বাসের (৩২) দেহ উদ্ধার হল মন্দারমণি থেকে। শনিবার বিকেলে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি।
বিকেলে তলিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রাত পেরিয়ে রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মন্দারমণি সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপকূলীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরবর্তীতে তা সুবোধের দেহ বলে শনাক্ত করা হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
উল্লেখ্য, দিঘায় জগন্নাথ ধামের পর পর্যটকদের ভিড় বেড়েছে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর-সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে। সেইসঙ্গে বেড়েছে সমুদ্রস্নানে তলিয়ে যাওয়ার ঘটনা। প্রশাসনের নজর এড়িয়ে অনেকে গভীর সমুদ্রে নেমে পড়ছেন, যার ফলেই ঘটছে এই ধরনের দুর্ঘটনা, এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা।