Advertisement

TMC Councilor: 'আমাকে ১ লাখ দাও, তোমরা কাজ করো,' প্রমোটারের সঙ্গে TMC কাউন্সিলরের রফা, VIDEO পোস্ট শুভেন্দুর

এরপর প্রমোটার হিসেব কষে বললেন, '৮০ টাকা মানে হচ্ছে মোটামুটি ৮৮ হাজার টাকা হচ্ছে।' তখন ছন্দা সরকার বললেন, 'জমিটার তো একটা হিসেব আছে। সেই হিসেব করে যা হবে। আমাকে ১ লাখ দিও, তাহলেই হয়ে যাবে। তোমরা কাজ করো। আমার আর দরকার নেই। ১৪ তারিখের জন্য অন্তত কিছু টাকা দিয়ে যাও।'

ছন্দা সরকার ও শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2024,
  • अपडेटेड 5:02 PM IST
  • 'আমি সিরাজেরটা শুনেছি, যে ও স্কোয়ার ফুট হিসাবে নেয়'
  • 'আমাকে ১ লাখ দিও, তাহলেই হয়ে যাবে'
  • 'আমি অন্তত ওই সস্তার রাজনীতি করি না'

তৃণমূল কাউন্সিলর এলাকায় আবাসন তৈরির ছাড়পত্র দিতে স্কোয়্যার ফিট অনুযায়ী টাকা চাইছেন। এমনই একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার পোস্ট করা ওই ভিডিও-তে দেখা গেল, প্রমোটারের থেকে জমির বর্গফুট অনুযায়ী টাকা চাইলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ভিডিও-টির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

'আমি সিরাজেরটা শুনেছি, যে ও স্কোয়ার ফুট হিসাবে নেয়'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ অর্থাত্‍ শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তাতে দেখা যাচ্ছে, বেহালার কাউন্সিলর ছন্দা সরকার প্রমোটারদের সঙ্গে টাকা নিয়ে রফা করছেন। কয়েকজন প্রমোটারকে তিনি বলছেন, প্রতি স্কোয়্যারফুট বা বর্গফুটে ৮০ টাকা করে দিলেই হবে। ভিডিও-তে দেখা যাচ্ছে, ছন্দা সরকার বলছেন, 'কত কী দিতে হবে, আমার এই সম্বন্ধে সত্যি কথা বলতে কোনও আইডিয়া নেই। আমি সিরাজেরটা শুনেছি, যে ও স্কোয়্যার ফুট হিসাবে নেয়। দেড়শো টাকা করে নেয়। আমি সেটাও বলছি না। আমার ওতো দরকার নেই। ওই সিন্ডিকেট করে দিয়েছে না। আমাকে ১ লাখ দাও, তাহলেই হবে। আমাকে ১ লাখ দাও, তোমরা কাজ করো।'

'আমাকে ১ লাখ দিও, তাহলেই হয়ে যাবে'

এরপর প্রমোটার হিসেব কষে বললেন, '৮০ টাকা মানে হচ্ছে মোটামুটি ৮৮ হাজার টাকা হচ্ছে।' তখন ছন্দা সরকার বললেন, 'জমিটার তো একটা হিসেব আছে। সেই হিসেব করে যা হবে। আমাকে ১ লাখ দিও, তাহলেই হয়ে যাবে। তোমরা কাজ করো। আমার আর দরকার নেই। ১৪ তারিখের জন্য অন্তত কিছু টাকা দিয়ে যাও।'

'আমি অন্তত ওই সস্তার রাজনীতি করি না'

এই ভিডিও নিয়ে কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার বললেন, 'আমার এলাকার জায়গার নাম বলতে হবে। কোন প্রমোটার নাম বলতে হবে। আমি অন্তত ওই সস্তার রাজনীতি করি না। ওতো নোংরামোও করি না। এটা যদি বলে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারীকে আমার সামনে এসে বলতে বলবেন। বলবেন শুভেন্দু অধিকারীকে আমার সামনে এসে কথা বলতে!'

Advertisement

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement