Advertisement

Belghoria Shootout: বাড়ির পাশে নেশা করার সময় পেছন থেকে গুলি? বেলঘরিয়ায় খুন TMC কর্মী

জগদ্দল গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদিকে অর্জুনের গ্রেফতারি পরোয়ানার নির্দেশের পরেই বাড়ির সামনেই খুন হলেন তৃণমূল কর্মী। বাড়ির পাশে নেশা করার করার সময় পিছন থেকে বন্দুক চালিয়ে প্রাণে শেষ করা হয়েছে তাঁকে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে ওই যুবক তৃণমূল করত। তৃণমূলের অনুষ্ঠানেও তাঁকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। আর সেখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

বেলঘরিয়ায় খুন TMC কর্মীবেলঘরিয়ায় খুন TMC কর্মী
বিশাল দাস
  • বেলঘরিয়া ,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 4:31 PM IST

 জগদ্দল গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন  সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদিকে অর্জুনের গ্রেফতারি পরোয়ানার নির্দেশের পরেই বাড়ির সামনেই খুন হলেন তৃণমূল কর্মী।  বাড়ির পাশে নেশা করার করার সময় পিছন থেকে বন্দুক চালিয়ে প্রাণে শেষ করা হয়েছে তাঁকে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে ওই যুবক তৃণমূল করত। তৃণমূলের অনুষ্ঠানেও তাঁকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। আর সেখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন।

সাত সকালে কামারহাটি পৌরসভার ৩৫  নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীব নগর এলাকায় উদ্ধার হয়  এক যুবকের দেহ। জানা গেছে নিহত যুবকের নাম রেহান এনায়তুল্লা। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের আশেপাশে। মঙ্গলবার রাতে বাড়ির পাশে নেশা করার  সময় পিছন থেকে বন্দুক চালিয়ে প্রাণে তাকে মারা হয় বলে প্রাথমিক অনুমান। জানা গেছে, রেহানকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতি বন্দুক বের করে হামলা চালালে তার ঘাড়ে লাগে। এরপরেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রেহান এবং রাতভর সেখানেই তাঁর দেহ পড়েছিল। 

বুধবার সকালে রেহানের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। সকালে উঠে স্থানীয়রা সেই দেহ দেখতে পেয়েই তড়িঘড়ি সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  মৃত বলে ঘোষণা করে। এরপরেই ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলের খুব কাছেই তৃণমূলের একটি কার্যালয় রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) অনুপম সিং সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। অনুপম সিং জানান- একটা হামলা চালানোর ঘটনা হয়েছে। কিন্তু কী করেছে, কারা করেছে সেটা এখনো তদন্তের বিষয়।  ওই ব্যক্তি প্রোমোটিং-এর সঙ্গে যুক্ত বলে জানা গেছে এবং ঘটনাস্থল থেকে একটি নেশার বোতল পাওয়া গেছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে রাত সাড়ে এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যেই তাকে প্রাণে শেষ করা হয়ে থাকতে পারে।

Advertisement

 ব্যবসা সংক্রান্ত কোনও গোলমালের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে এই খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা দেখছেন তদন্তকারীরা।

Read more!
Advertisement
Advertisement