Advertisement

Belur Math Durga Puja: কাঠামো পুজো করে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু, দেখে নিন বেলুড় মঠের দুর্গাপুজোর নির্ঘণ্ট

বেলুড় মঠে জন্মাষ্ঠমীর তিথিতে হল কাঠামো পুজো। প্রতিবছর প্রতিমার এই কাঠামো পুজোর মধ্যে দিয়েই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। ইতিমধ্যেই কুমারী পুজো সহ দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে বেলুড় মঠের ওয়েবসাইটে। একনজরে দেখে নিন বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘণ্ট।

ফাইল ফটোফাইল ফটো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 9:20 AM IST
  • জন্মাষ্টমীতে প্রতিমার কাঠামো পুজো হল বেলুড় মঠে
  • ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দুর্গাপুজোর নির্ঘণ্ট
  • কখন কুমারী পুজো?

পুজোর ঢাকে কাঠি পড়ে গেল বেলুড় মঠে। জন্মাষ্টমী তিথিতে প্রতিমার কাঠামো পুজো হল। এই পুজোর মাধ্যমেই শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। 

শনিবার ভোরে প্রথান মেনে বেলুড় মঠের মূল মন্দিরে দেবীর কাঠামো পুজোর অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি। আচার অনুষ্ঠান মেনে ফুল, ধুপধুনো, বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মঠের সন্ন্যাসীদের সমবেত প্রার্থনায় কাঠামো পুজো হল বেলুড়ে। 

উল্লেখ্য, প্রতি বছর বেলুড় মঠে একই কাঠামোর প্রতিমা তৈরি হয়। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের পরে সেটি ফের গঙ্গা থেকে তুলে এনে মন্দিরের ভিতরে রাখা হয়। সেই কাঠামোতেই আবার পরের বছর ঠাকুরের প্রতিমা গড়া হয়। এই প্রথাই বছরের পর বছর ধরে চলে আসছে বেলুড়ে। 

ইতিমধ্যেই বেলুড় মঠের ওয়েবসাইটে এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তারিখ অনুসারে নির্ঘণ্ট দেওয়া হয়েছে। 

একনজরে বেলুড়ের দুর্গাপুজোর নির্ঘণ্ট
>  ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার বেলুড় মঠে দুর্গাপুজো উদযাপিত হবে।
>  ২৯ সেপ্টেম্বর, সোমবার সপ্তমীর পুজো শুরু হবে ভোর ৫.৩০ মিনিটে। 
> ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার মহাষ্টমীর পুজো শুরু হবে ভোর ৫.৩০ মিনিটে।
> ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ অষ্টমীতে কুমারী পুজো শুরু হবে সকাল ৯টায়। 
> ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে সন্ধিপুজো হবে বিকেল ৫.৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩১ মিনিট পর্যন্ত।
> ১ অক্টোবর, বুধবার মহানবমী। ওই দিনের পুজো শুরু হবে ভোর ৫.৩০ মিনিটে। হোমযজ্ঞ হবে ভোগের আরতির পর।

 

Read more!
Advertisement
Advertisement