সংসদে চলছে বাদল অধিবেশন। অপারেশন সিঁদুর-সহ একাধিক ইস্যুতে সরকার পক্ষকে সাঁড়াশি আক্রমণে বিঁধছে বিরোধীরা। আর এই আবহেই কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে রণকৌশল সাজাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এজন্য তিনি আজ সোমবারেই তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। কোন পথে এবং কোন ইস্যু তুলে ধরে কেন্দ্রের উপর সাঁড়াশি আক্রমণ চালানো যাবে, সেই রণকৌশল স্থির করতে এদিন বিকেলের দিকে সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী।
সম্প্রতি বিহারের ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাঁরা অভিযোগ জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও অভিযানে নামতে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের শাসকদল তৃণমূলও তাতে শামিল হচ্ছে। বিষয়টি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছেন তৃণমূলের সাংসদরা। দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতার, আটক, হেনস্থা, নিগ্রহেরও প্রতিবাদ করছে তৃণমূলের সংসদীয় দল। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আর্থিক বঞ্চনা নিয়েও সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। এই প্রেক্ষাপটে আজ, সোমবার তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার সমস্ত সাংসদকে নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টে থেকে এই ভার্চুয়াল বৈঠক শুরু হবে।
চলতি সংসদীয় অধিবেশনের মধ্যেই এই বৈঠক রাজনৈতিক দিক থেকে একাধিক কারণে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কীভাবে দলীয়সাংসদরা সংসদে সমন্বয় করবে, কীভাবে যৌথ প্রতিবাদে শামিল হবে, কোন ইস্যুতে জোর দেওয়া হবে, সে সব বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিতেই মমতার এই বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে শুধু এসআইআর নয়, এদিনের বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার উপর আক্রমণ ও অবহেলা এবং পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনা। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসার পর এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। এই বিষয়গুলি নিয়ে কী ভাবে সংসদ ও বাইরে আরও সুর চড়ানো যায়, তা নিয়ে সোমবারের বৈঠকে পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী।