Advertisement

Mamata On Bengalees At Other State Torture: 'বাংলাতেও বাইরের রাজ্যের লোক থাকেন..',ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থায় ক্ষুব্ধ মমতা

বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ নিয়ে নানা জায়গার তথ্যও তুলে ধরা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সূত্রের পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালি-হেনস্থার ঘটনা ঘটেছে, সেগুলো তুলে ধরে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

'বাংলাতেও বাইরের রাজ্যের লোক থাকেন..',ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থায় ক্ষুব্ধ মমতা'বাংলাতেও বাইরের রাজ্যের লোক থাকেন..',ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থায় ক্ষুব্ধ মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 9:03 PM IST

Mamata On Bengalees At Other State Torture: বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে ওড়িশা-দিল্লি-মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে প্রতিবাদ জানানা হয়েছে। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক এবং তাঁদের হয়রানি করা নিয়ে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ নিয়ে নানা জায়গার তথ্যও তুলে ধরা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সূত্রের পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালি-হেনস্থার ঘটনা ঘটেছে, সেগুলো তুলে ধরে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেও জানান গিয়েছে।

বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বেশি করে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বলে খবর। সূত্রের খবর, মমতা বৈঠকে বলেছেন, পশ্চিমবঙ্গে ভিন্‌রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ বসবাস করছেন। এখানেই তাঁদের রুজিরুটি। তাঁদের কখনও হেনস্থা হতে হয় না। কিন্তু বাংলার ২২ লক্ষ মানুষ ভিন্‌রাজ্যে কেন হেনস্থার শিকার হচ্ছেন?

আধার, প্যান, ট্যাক্স ফাইলের মতো বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরে। এর প্রতিবাদে সোমবার থেকে দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় বসে তৃণমূল। মঙ্গলবার বিকেল ৩টে পর্যন্ত সেখানে ধর্নায় থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। দোলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই এলাকার কলোনির বাংলাভাষী বাসিন্দারাও তাঁদের সমর্থন করছেন। 

আরও পড়ুন

এ ছাড়া আগামী বুধবার, ১৬ জুলাই কলকাতার রাস্তায় প্রতিবাদ মিছিলের পথে নামবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওই দিন কলেজ স্কোয়্যার থেকে প্রতিবাদ মিছিল হবে। কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে শাসকদলের নেতা-কর্মী এবং সমর্থকেরা মিছিলে যোগ দেবেন।

 

Read more!
Advertisement
Advertisement