Advertisement

Bengal Global Business Summit : বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কারা কারা থাকবেন, রাজ্যে বিনিয়োগ আসবে?

সূত্রের খবর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসতে পারেন শিল্পপতি গৌতম আদানি। প্রশাসনিক সূত্রে খবর, সম্মেলনে থাকবেন দেশের প্রথম সারির শিল্পপতিদের একাংশ। যোগ দেবেন অনেকগুলি দেশের প্রতিনিধিরাও।

নৈশভোজের ছবি নৈশভোজের ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2022,
  • अपडेटेड 10:55 AM IST
  • রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন
  • এই সম্মেলনে থাকতে পারেন গৌতম আদানি
  • বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও হাজির থাকার কথা


রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। করোনা পরিস্থিতির কারণে ২ বছর বন্ধ ছিল বাণিজ্য সম্মেলন। এবার বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য সরকার। সেজন্য আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের শিল্পপতিদের। 

কারা কারা থাকতে পারেন বাণিজ্য সম্মেলনে ? 

সূত্রের খবর  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসতে পারেন শিল্পপতি গৌতম আদানি। প্রশাসনিক সূত্রে খবর, সম্মেলনে থাকবেন দেশের প্রথম সারির শিল্পপতিদের একাংশ। যোগ দেবেন অনেকগুলি দেশের প্রতিনিধিরাও। 

আরও পড়ুন

সূত্রের খবর ৪৯ জনের প্রতিনিধিদল নিয়ে ব্রিটেন থেকে শিল্পপতিরা ইতিমধ্যেই এসেছেন। আমেরিকা-সহ ১৯ দেশের প্রতিনিধিরা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে উপস্থিত থাকবেন।  সূত্রের দাবি, আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানিও হাজির থাকতে পারেন এই সম্মেলনে।

 

সূত্রের খবর, আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ডের শিল্প প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। মঙ্গলবার নৈশভোজের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে শিল্প সম্মেলনের আসর। 

প্রশাসনিক সূত্রে খবর, এবারের সম্মেলনে সবচেয়ে বড় বিনিয়োগ আসতে পারে তাজপুর সমুদ্র বন্দরকে ঘিরে ৷ এখানে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী।

নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বাণিজ্য সম্মেলনে অংশ নিতে পারেন বি মিত্তল, ওয়াই কে মোদী, নিরঞ্জন হিরানান্দানি, হর্ষবর্ধন নেওটিয়া, ওয়াই সি দেবেশ্বর, সঞ্জীব গোয়েঙ্কারা। 

Read more!
Advertisement
Advertisement