Advertisement

বালেশ্বর দুর্ঘটনা: অঙ্গহানিতেও সরকারি চাকরি ঘোষণা মমতার, CBI তদন্তে প্রশ্ন

আজ ৩ দিনের সফরে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ মুহূর্তে সেই সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় বাংলার মৃত ও আহতদের পরিবারের পাশে থাকতেই এমন সিদ্ধান্তি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই নবান্নে সাংবাদিক সম্মেলনে রেল দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা জানিয়েদেন, দুর্ঘটনায় কারও অঙ্গহানি ঘটলে তাঁর পরিবার চাইলেও কাউকে চাকরি দেওয়া হবে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2023,
  • अपडेटेड 4:24 PM IST

আজ ৩ দিনের সফরে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ মুহূর্তে সেই সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় বাংলার মৃত ও আহতদের পরিবারের পাশে থাকতেই এমন সিদ্ধান্তি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই নবান্নে সাংবাদিক সম্মেলনে রেল দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা জানিয়েদেন, দুর্ঘটনায় কারও অঙ্গহানি ঘটলে তাঁর পরিবার চাইলেও কাউকে চাকরি দেওয়া হবে।

ফের ওড়িশা যাচ্ছেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯০ জনের দেহ শনাক্ত করা হয়েছে। মৃতদের দেহগুলি তাঁদের পরিবার-পরিজনদের কাছে পৌঁছে দেওয়াই এখন সরকারের অগ্রাধিকার। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর জানান মঙ্গলবার কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে বাংলার আহত রেলযাত্রীদের সঙ্গে দেখা করবেন তিনি।

নতুন করে চাকরির ঘোষণা
মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বলেছিলেন, "মৃত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেব। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। অল্প আহতদের ২৫ হাজার করে দেওয়া হবে। আগামী ৩ মাস তাদের রক্ষণাবেক্ষণের ভারও নেবে সরকার।’’আরও বলেন, ‘‘এই ঘটনায় যাঁরা আহত বা গুরুতর আহত হয়েছেন, এমন ব্যক্তিদের যেমন রাজ্য সরকার পাশে থাকবে। তেমনই যাঁরা এই ঘটনা থেকে বেঁচে ফিরেছেন, তাঁরা এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন। মানসিক অবস্থা ভাল নেই। স্বাভাবিক জীবনে ফিরতে কয়েক মাস সময় লাগবে। তাই সরকার আগামী ৩ মাস তাঁদের পাশে থেকে সাহায্য করবে। আপাতত তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তারপর ৩ মাস তাঁদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। সঙ্গে সরকারের তরফে সাহায্য বাবদ চাল, ডাল ইত্যাদি জিনিস তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’’ পাশাপাশি, যাঁরা কাজ চাইবেন, তাঁদের প্রয়োজনে ১০০ দিনের কাজ দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন মমতা। সোমবার নবান্নের সামনে দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানাতে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তিদের পরিবার চাইলে তাদেরও চাকরি দেওয়া হবে।

Advertisement

সিবিআই নিয়ে সন্দিহান মমতা
বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার রেলের সিবিআই তদন্তের সুপারিশ নিয়েই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সাঁইথিয়া ও জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্তভারও সিবিআইকে দেওয়া হয়েছিল, যার রিপোর্ট এখনও মেলেনি। সিবিআই-এর কাজ অপরাধের তদন্ত করা দুর্ঘটনার নয়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement