Advertisement

রাজ্যে পুরোদমে চলছে টিকাকরণ, মেডিক্যাল কলেজে ডোজ নিলেন নির্মল মাজি

করোনা ভ্যাকসিনের ডোজ নিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান  তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। এদিন এসএসকেএম গিয়ে করোনার ভ্যাকসিনের ডোজ নেন তিনি। একসময়ে করোনা ভাইরাসে তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন। এদিন কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম টিকা তিনিই নেন।  প্রথম দফায় বাংলায় দেওয়া হবে ৬,৪৪,৫০০ ভ্যাকসিন।

মেডিক্যাল কলেজে ডোজ নিলেন নির্মল মাজিমেডিক্যাল কলেজে ডোজ নিলেন নির্মল মাজি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2021,
  • अपडेटेड 4:10 PM IST
  • করোনার টিকা নিলেন নির্মল মাজি
  • মেডিক্যাল কলেজে প্রথম ডোজ নিলেন
  • রাজ্যে পুরোদমে চলছে টিকাকরণ

করোনা ভ্যাকসিনের ডোজ নিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান  তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। এদিন এসএসকেএম গিয়ে করোনার ভ্যাকসিনের ডোজ নেন তিনি। একসময়ে করোনা ভাইরাসে তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন। এদিন কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম টিকা তিনিই নেন।  প্রথম দফায় বাংলায় দেওয়া হবে ৬,৪৪,৫০০ ভ্যাকসিন। এর মধ্যে কলকাতা সবার উপরে রয়েছে কলকাতা। কলকাতায় দেওয়া হবে ৯৩,৫০০ ডোজ। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দেওয়া হবে ৪৭ হাজার ডোড। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। এখানে ডোজ দেওয়া হবে ৩৭,৫০০।

আরও পড়ুন, 'বিজ্ঞানীরাই প্রশংসার দাবিদার,' বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু মোদীর হাত ধরে

এদিন কলকাতার সঙ্গে সঙ্গে রাজ্যের বাকি জেলাগুলিতেও শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। হাওড়া জেলায় মোট ৮টি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া প্রদান করা হচ্ছে। হাওড়ায় জেলা হাসপাতালের পাশাপাশি আমতা গ্রামীণ হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতাল, গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতাল, কমলপুর গ্রামীণ হাসপাতাল, মুগকল্যাণ গ্রামীণ হাসপাতাল, উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভ্যাকসিন কেন্দ্র করা হয়েছে। প্রতি জায়গায় ১০০ জন করে ভ্যাকসিন পাবেন। প্রথম পর্যায়ে কান্দি মহকুমা হাসপাতালে ১০০ জন স্বাস্থ্য কর্মীকে করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু করল জেলা স্বাস্থ্য দফতর। শনিবার সকাল ১১ টা থেকে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মীদের করোনা ভ্যাক্সিনেশনের প্রথম ডোজ দেওয়া হয়। প্রতিনিয়ত ১০০ জন করে তালিকাভুক্ত স্বাস্থ্য সহ বিভিন্ন দফতরের কর্মী সহ পাবলিক রিলেশনের ওপর কাজ করা মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাক্সিন দেওয়া হবে বলে জানিয়েছেন এসিএমওএইচ ডাঃ সুমন বিশ্বাস।

রাজ্য জুড়ে টিকাকরণ

আরও পড়ুন

বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই স্বাস্থ্য জেলায় মোট আটটি কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাঁকুড়া স্বাস্থ্য জেলার মধ্যে সম্মিলনি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, খাতড়া মহকুমা হাসপাতাল, ছাতনা ও সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং অমরকানন গ্রামীণ হাসপাতাল এবং বিষ্ণুপুর জেলা হাসপাতালের পি.পি.ইউনিট, পৌর স্বাস্থ্য কেন্দ্র ও জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রক্রিয়া শুরু হয়েছে।  শনিবার বর্ধমানেও কোভিড ভ্যাকসিন টিকাকরণের  কাজ শুরু হয়েছে।এদিন মোট ৭ টি কেন্দ্রে এই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। প্রতি কেন্দ্রে ১০০ জন করে প্রথম পর্যায়ে মোট ৭০০ জন কে এদিন দেওয়া হলো। সাফাই কর্মী সঞ্চয় মাঝিকে প্রথম ভ্যাক্সিন দেওয়া হয়। ভ্যাক্সিন দেওয়ার সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা হাততালি দিয়ে তাঁকে অভিবাধন জানান।      

Advertisement

পশ্চিম বর্ধমানের আসানসোলেও শুরু করোনা টিকাকরণ কর্মসূচি। আসানসোলের দিলদারনগরে ইউপিএসসি থেকে এই টিকাকরণের কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে আজকে প্রথম শারির ১০০ জন কোভিড যোদ্ধাদের বেছে নেওয়া হয়েছে টিকা করনের জন্য ।এদিন আসানসোল পুরনিগমের স্বাস্থ্য দফতর্রের  বিদায়ী এম এম আইসি তথা পৌরপ্রশাশক বোডের সদস্য  দিব্যেন্দু ভগত কে এই কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ।

Read more!
Advertisement
Advertisement