Advertisement

Kolkata News: ED-র হানা, তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে টাকার স্তূপ, এখনও গোনা চলছে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর গোয়েন্দারা বুধবার দক্ষিণ কলকাতার তারাতলা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। এই অভিযান থেকে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলে একজন আধিকারিক জানিয়েছেন।

তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে মিলল টাকার পাহাড়তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে মিলল টাকার পাহাড়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 4:08 PM IST

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর গোয়েন্দারা বুধবার দক্ষিণ কলকাতার তারাতলা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। এই অভিযান থেকে  বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত অর্থ  বাজেয়াপ্ত করা হয়েছে বলে একজন আধিকারিক জানিয়েছেন। মঙ্গলবার থেকে অভিযান শুরু হয় এবং এখনও পর্যন্ত ১.২ কোটি টাকা মিলিছে।  অর্থ গণনা চলছে, জানিয়েছেন ওই আধিকারিক। 

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে শহরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতেই শহরে ফের টাকার পাহাড়ের হদিশ মিলল। 'আমরা পুর  নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে  জড়িত থাকার জন্য গতকাল অভিযান শুরু করেছি। আমরা বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করেছি। গণনা চলছে।' এমনটাই জানিয়েছেন ওই ইডি আধিকারিক। 

কেন্দ্রীয় তদন্ত সংস্থা শহর জুড়ে একাধিক স্থানে অভিযান শুরু করেছে। ইডি বেশ কয়েক মাস ধরে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে এবং এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই মাসের শুরুতে, ইডি কলকাতার আরও বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস রয়েছে। দমকলমন্ত্রীর  ছেলের মালিকানাধীন একটি রেস্তোরাঁতেও অভিযান চালান হয়।


 

Read more!
Advertisement
Advertisement