Advertisement

Kolkata Diwali Diya Market: দাম শুরু মাত্র ৫ টাকা থেকে, কলকাতার এই মার্কেটে সস্তায় পাবেন প্রদীপ

Diwali Diya Market: কালীপুজোর আগের রাত থেকেই ঘর সাজানোর তোড়জোড় শুরু হয়ে যায়। দীপাবলি বা কালীপুজোর রাত মানেই আলোর উৎসব। ঘর, বারান্দা, ছাদে আলো, মোমবাতি লাগিয়ে সাজিয়ে তোলা হয়। একটা সময়ে কালীপুজো বা দীপাবলিতে নানা রঙের মোমবাতি বা প্রদীপের টিমটিমে আলোতেই ঘরে বাতি দেওয়ার চল ছিল।

সস্তায় প্রদীপ পাবেন কলকাতার এই বাজারেসস্তায় প্রদীপ পাবেন কলকাতার এই বাজারে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 11:56 AM IST
  • কালীপুজোর আগের রাত থেকেই ঘর সাজানোর তোড়জোড় শুরু হয়ে যায়।

কালীপুজোর আগের রাত থেকেই ঘর সাজানোর তোড়জোড় শুরু হয়ে যায়। দীপাবলি বা কালীপুজোর রাত মানেই আলোর উৎসব। ঘর, বারান্দা, ছাদে আলো, মোমবাতি লাগিয়ে সাজিয়ে তোলা হয়। একটা সময়ে কালীপুজো বা দীপাবলিতে নানা রঙের মোমবাতি বা প্রদীপের টিমটিমে আলোতেই ঘরে বাতি দেওয়ার চল ছিল। তবে এখন বাজার থেকে কেনা চাইনিজ লাইটেই সেজে উঠছে ঘর। তবে এইসবের মাঝেও এখনও বাঙালিরা প্রদীপ কেনার দিকে ঝোঁকে। আর তাঁদের জন্যই রইল শহরের সবচেয়ে বড় দিয়া বা প্রদীপ মার্কেটের খোঁজ। 

মাটির প্রদীপ থেকে ফ্যান্সি প্রদীপ, তেলে বা ঘিতে জ্বালানো প্রদীপ থেকে মোমবাতি প্রদীপ, সব ধরনের প্রদীপের সম্ভার রয়েছে এই এক ছাদের তলায়। এখানে এলে শুধুই চারপাশে নানান ধরনের রঙীন প্রদীপ দেখতে পারবেন। আর এখানে প্রদীপের দাম শুরু মাত্র ৫ টাকা থেকে। আর এই দীপাবলির সময় সকলেই চায় নিজেদের ঘর-বাড়ি আলো-প্রদীপ দিয়ে সাজিয়ে তুলতে। আর এই বাজারে এত ধরনের প্রদীপ দেখতে পাবেন, যা দেখে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন, সেটা ঠিক করতে পারবেন না। তাই দীপাবলির আগেই ঘরকে আলোকিত করতে এই প্রদীপ বাড়ি নিয়ে আসুন। 

কোথায় এই মার্কেট
কুমোরটুলি স্ট্রিট, পটার্স লেনের কাছেই এই প্রদীপ বাজার রয়েছে।

তবে প্রদীপ ছাড়াও এখন নানান ধরনের আলো কিনতে পাওয়া যায় কলকাতার একাধিক বাজারে। সেই আলো কিনতে চাইলেও এই বাজারগুলোতে ঢুঁ মারতে পারেন। 

চাঁদনি মার্কেট
ছোট ছোট নানা রঙের টুনি লাইট কিনতে হলে চাঁদনি মার্কেটে একবার ঘুরে আসতেই পারেন। দোকানে দোকানে ঝুলতে দেখবেন বাহারি এলইডি বা রাইস বাতির মালা। শেষ কয়েক বছরে কালীপুজোর এক সপ্তাহ আগে থেকে বিভিন্ন নামে সেই সব আলো আসতে শুরু করত কলকাতার বিভিন্ন বাজারে। তার মধ্যে চাইনিজ় বাতির সেরা ঠিকানাই হল চাঁদনি বাজার। দাম খানিকটা বেড়েছে ইতিমধ্যেই। ৬০ থেকে ৭০ টাকার মধ্যে ছোট টুনি লাইট পেয়ে যাবেন। তবে একটু ফ্যান্সি আলো কিনতে চাইলে পকেটের টাকা অল্প খসতে পারে। ১৫০ থেকে ১৮০-এর মধ্যে আলো পেয়ে যাবেন এই মার্কেটে। 

Advertisement

এজরা স্ট্রিট
এজ়রা স্ট্রিটে প্রায় আড়াই হাজারেরও বেশি দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ঝলমলে আলোর পাশাপাশি দীপাবলিতে অন্দরসজ্জার নানা জিনিসও বিক্রি হয়। কলকাতার বহু পুরনো আলোর ঠিকানা এজরা স্ট্রিটের নামই ‘লাইট স্ট্রিট’। টুনি লাইটের পাশাপাশি ফেয়ারি লাইট, লণ্ঠন, পদ্মফুল বাতি, এলইডি আলো দেওয়া প্রদীপের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দাম শুরু ৬০-৭০ টাকা থেকে ৩০০-৪০০ টাকা। এছাড়াও ফুল, চকোলেট বোমা, তারা— বিভিন্ন আকারের টুনি লাইটের হরেক রকম সম্ভার মিলবে এই বাজারে। এছাড়াও পাবেন ডিস্কো লাইট, নানা ধরনের ফানুস।  

গড়িয়াহাট বাজার
দক্ষিণ কলকাতায় বাড়ি হলে এই বাজারে ঢুঁ মারতে পারেন। ফুটপাথে সারি সারি দোকানে আলোর পসরা সাজিয়েছেন দোকানিরা। বিভিন্ন ধরনের টুনি, স্ট্রিপ লাইট পেয়ে যাবেন এখানে। এলইডি আলো দেওয়া বড় বড় প্রদীপদানি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে হরেক কায়দার মোমবাতি নজর কাড়বে আপনার। 


 

Read more!
Advertisement
Advertisement