রাত পোহালেই শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) ২০২৫। এই মহাযজ্ঞের শেষ মুহুর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। ৫ ও ৬ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS)। রাজ্যের বিধানসভা নির্বাচনের এক বছর আগে এই সম্মেলন। কাজেই এই বছরের বিজিবিএস পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলাই বাহুল্য। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ২০টি দেশের প্রতিনিধিদের এই বছরের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা। এই সন্মেলনে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর এটি অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এবারও শিল্প সম্মেলন থেকে বিপুল বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্য সরকার। প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যেই প্রচারে ভিডিও প্রকাশ করেছে সরকার। আজ বিকেলে চা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও।
বুধবার থেকে নিউ টাউনে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। আজ মঙ্গলবার বিকেলে চা চক্রের আয়োজন করা হয়েছে, আর বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ একটি কারণে। তা হল এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন। বাংলায় লগ্নিতে নতুন করে আহ্বান জানাবেন। বুধ ও বৃহস্পতিবার এই সম্মেলন চলবে। এই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইকো পার্কে রাত্রিবাস করতে পারেন। এদিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে আজ নবান্নে মন্ত্রীদের নিয়ে বৈঠকও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অতিথিদের তালিকায় রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং ভুটানের রাজা জিগমে খোসার নামগেল ওয়াংচুক ৷ জানা যাচ্ছে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো দেশের স্বনামধন্য শিল্পপতিরাও উপস্থিত থাকবেন এবারের সামিটে। অন্যদিকে জার্মানি থেকে জাপান তথা ইউরোপের নামী বণিকমহলের উপস্থিতিতে বুধবার শুরু হচ্ছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। জানা যাচ্ছে এবারের শিল্প সম্মেলনে যোগ দিচ্ছে মোট ২০টি দেশ।