Advertisement

'গ্যাস খেয়ে যাবেন না', মমতার বিরুদ্ধে মুসলিমদের উস্কানি দেওয়ার অভিযোগ নওশাদের

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এনিয়ে মুখ খুলল আইএসএফও। তাদের দাবি, বাংলার মুসলিমদের উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

'গ্যাস খেয়ে যাবেন না', মমতার বিরুদ্ধে মুসলিমদের উস্কানোর অভিযোগ নওশাদের'গ্যাস খেয়ে যাবেন না', মমতার বিরুদ্ধে মুসলিমদের উস্কানোর অভিযোগ নওশাদের
বিশাল দাস
  • কলকাতা,
  • 20 Feb 2025,
  • अपडेटेड 1:34 PM IST
  • মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • এবার এনিয়ে মুখ খুলল আইএসএফ-ও

'মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, কেউ সেই ফাঁদে পা দেবেন না। কেউ গ্যাস খেয়ে যাবেন না।' একথা বললেন আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশদ সিদ্দিকি। মঙ্গলবার বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে বিজেপিকে কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নাম না করেই তিনি বলেন, 'কতগুলো বক ধার্মিক এসে জুটেছে। আমাকে মুসলিম লিগ বলছেন। আমি কি বেলুন ফাঁস করব? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। একটা ধর্মের নাম নিয়ে কুৎসা করছেন। এত অপ্রচার করছেন। যাঁদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন, তাঁরা যদি একটা আন্দোলনের ডাক দেয়, সামলাতে পারবেন তো?'

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এনিয়ে মুখ খুলল আইএসএফ-ও। তাদের দাবি, বাংলার মুসলিমদের উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, '২০২১ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবঙ্গে মুসলিমরা দু'হাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। যে কথাগুলো শুভেন্দুবাবু সকাল, সন্ধ্যা মাদ্রাসা আর মুসলিমদের বিরুদ্ধে বলছেন। এর জবাব প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে মুসলমানদের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তোমরা শুভেন্দুবাবুকে ধরো। শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা রাজ্য সরকারকে আগে ধরব। আমরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরব। আমার মুসলিম সমাজের কাছে অনুরোধ আপনারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন। এখনও কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে FIR করা হয়নি কেন? আপনারা কোনও ফাঁদে পা দেবেন না।'

আরও পড়ুন

TAGS:
Read more!
Advertisement
Advertisement