Advertisement

Bijaya Dashami : নোয়াখালি থেকে অসম, বিজয়ার বিষাদ লুকিয়ে বাংলার লোকগানে

Bijaya Dashami: বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja) শেষ হতে চলল বলা চলে। বাংলার লোকসঙ্গীতে দুর্গাপুজোর আগামনী গান যেমন রয়েছে, তেমনই আছে বিষাদে মাখানো বিজয়া দশমী (Bijaya Dashami)-র গানও। 

উমার বিদায়, অপেক্ষার শুরু (ফাইল ছবি)
অভিজিৎ বসাক
  • কলকাতা,
  • 15 Oct 2021,
  • अपडेटेड 12:15 PM IST
  • উৎসবের রোশনাই ফুরিয়ে যেতে বসেছে
  • এই ক'দিন বাংলা মেতে ছিল মহা আনন্দে
  • বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো শেষ হতে চলল বলা চলে

Bijaya Dashami: উৎসবের রোশনাই ফুরিয়ে যেতে বসেছে। এই ক'দিন বাংলা মেতে ছিল মহা আনন্দে। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja) শেষ হতে চলল বলা চলে। বাংলার লোকসঙ্গীতে দুর্গাপুজোর আগামনী গান যেমন রয়েছে, তেমনই আছে বিষাদে মাখানো বিজয়া দশমী (Bijaya Dashami)-র গানও। 

বিশিষ্ট লোকসঙ্গীত গবেষক চন্দ্রা মুখোপাধ্যায় এ ব্যাপারে বিস্তারিত জানালেন। তুলে ধরলেন বাংলা, অসম, বাংলাদেশ-সহ বিভিন্ন প্রান্তের বিজয়া দশমীর গান, বিষাদের গান। আবার একই সঙ্গে তা যেন  আশার বার্তাও শোনায় আমাদের। 

তিনি জানান, দশমী (Bijaya Dashami)-র গানের ক্ষেত্রে শাক্তকবিদের লেখা গানই বেশি পাওয়া যায়। তবে লোকনারীদের নিজস্ব গানও আছে। বিশেষ করে শ্রীহট্ট, ময়মনসিংহ এলাকায়।

চন্দ্রা মুখোপাধ্যায়

বিয়ের কন্যাবিদায় পর্বের কিছু গানকেও বেদনার গভীরতায় বিজয়ার গান বলেই মনে হয়। নোয়াখালি ছাড়িয়ে চট্টগ্রামের কাছাকাছি সুবর্ণের চর থেকে আসা গীতা দেবনাথের কাছ থেকে শোনা গান

"কোলে বসি দুগ্ধ খায়,
মায়ের গলায় গো জড়ায় উমা  নিদ্রা যায়,
দুগ্ধের উমায় শিবে লইয়া যায়।
রথে চড়ি উমা যায়--
মায়ের দিগে উমা ফিরা ফিরা চায়।"

অসমের গান
অধুনা অসমের গোয়ালপাড়ার মেয়েদের গান
"কান্দিয়া কান্দিয়া গৌরী মাওক পরনম করিল চারি নয়নের ধারা একই সোতে নামিল--"

মায়ের আর মেয়ের চোখের জল যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়, এও তো এক বিজয়ারই গান। বলছিলেন তিনি।

বাংলাদেশে উমা-বিদায়
শ্রীহট্ট থেকে আসা বীণাপানি রায়চৌধুরির গানে শুনি, উমা তখন সবে ননী খেতে বসেছে  আর তখনই এসেছেন মহাদেব, উমাকে নিয়ে যেতে--

''প্রভাত সময়কালে ডাকিয়া উমায় বলে
থালো ভরি লবণি দ্যাও খাইমু জননী মা....
উমা বইস্যান লনি খাইতে, 
হর আইস্যান গৌরী নিতে 
আচম্বিতে, শুনিলা শিঙ্গার ধ্বনি--
শুনিয়া শিঙ্গার ধ্বনি, ফেলাইলা হস্তের লনী
থোও নিয়া লনী আবার আইলে খাইমু জননী মা"

Advertisement

উমার বিদায়ে মায়ের ঘরে অন্ধকার নামে
'মায়ের পরানের ধন,
শিবে কৈলাসে লইয়া যায় গো, 
কান্দিয়া মেনকারানি - ধরণি লুটায় গো।'

পরানের ধনকে শিব নিয়ে যাচ্ছেন তাই মা মেনকা কান্নায় ভেঙে পড়েন। আর আমাদের মতো যাঁরা উমাকে ভালবেসে নিয়ে এসেছিল, তাঁদের  অবস্থাও একই রকম হয়ে দাঁড়ায়। মহা সমারোহে আবাহন করা মা-কে জলে ভাসিয়ে শূন্যঘরে তাঁরা ফিরবেন কীভাবে? সিলেটের বর্ষীয়সী মামিমার কাছে দিনেন্দ্র চৌধুরী শুনেছিলেন

''মাকে ভাসাইয়া জলে
কী  ধন লইয়া যাইমু ঘরে--
 ঘরে গিয়ে মা বলিব কারে গো মা, কুতায় যাবে?"

অপেক্ষার দিন গোনা শুরু
বিজয়া দশমী (Bijaya Dashami) মানে একরাশ মনখারাপ। খুবই সত্যি কথা। তবে এরই মাঝে লুকিয়ে রয়েছে আশার কথা। তা ভুলে গেলে চলে কী করে! কারণ সকলেই জানেন, উমা আবার আসবেন আমাদের  ঘরে। মাঝে একটু অপেক্ষা। উমার জন্য সেটুকু সময় তো সবারই রয়েছে যে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement