Advertisement

Sukanta Majumder : 'আশ্বস্ত করতে পারেননি ডিজিপি', ঘর ছাড়াদের নিয়ে রাজীবের সঙ্গে বৈঠকের পর সুকান্ত

মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তাপস রায়, অর্জুন সিং ও জগন্নাথ চট্টোপাধ্যায়।

Sukanta Majumder Sukanta Majumder
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Apr 2025,
  • अपडेटेड 9:32 PM IST
  • মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক
  • বৈঠক করলেন সুকান্ত মজুমদার

মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তাপস রায়, অর্জুন সিং ও জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজীব কুমার তাঁদের অভিযোগ শুনেছেন। আলোচনা হয়েছে। তবে আশ্বস্ত হতে পারেননি। ভবানী ভবন থেকে বেরিয়ে দাবি করলেন সুকান্ত। 

সুকান্ত মজুমদার বলেন, 'আমরা ডিজিপির সঙ্গে কথা বলেছি। সমস্ত বিষয়ে আলোচনা করেছি। অভিযোগ জানিয়েছি। প্রত্যেকের অভিযোগ উনি শুনেছেন। কিন্তু আশ্বস্ত হওয়ার মতো কিছু পাইনি। রাজ্যের পুলিশ ক্ষতিগ্রস্তদের খাবার দিতে পারছে না। অথচ আমরা ত্রাণ দিতে গেলে পুলিশ আটকে দিচ্ছে। আমার মনে হয়, রাজ্যে পুলিশের প্রধান হয়েও আশ্বাস দেওয়ার মতো ক্ষমতা ওঁর নেই। উনি জানিয়েছেন আইন অনুযায়ী কাজ করবেন। আমাদের তরফ থেকে যে যে প্রশ্ন করেছিলাম, তার যথাযথ উত্তর পাইনি।' 

বিজেপির রাজ্য সভাপতির দাবি, রাজীব কুমার তাঁকে জানিয়েছেন, হয়তো পুলিশ কম ছিল। এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। বলেন সুকান্ত। তাঁর কথায়, 'পুলিশের কোনও প্রস্তুতি ছিল না। গোয়েন্দারা পুরোদমে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে।' 

সুকান্ত আরও জানান, প্রয়োজনে রাজ্যপালের সঙ্গে ঘর ছাড়াদের দেখা করাবেন তিনি। পরিবারপিছু ৫ লাখ টাকা, সরকারি চাকরি দেওয়া হোক ঘর ছাড়াদের-এই দাবিও করেন তিনি। 

প্রসঙ্গত, আজ বিকেলে মুর্শিদাবাদে হিংসার আক্রান্ত ঘর ছাড়াদের নিয়ে রাজ্য পুলিশের সদর দফতরের সামনে ধর্না শুরু করে বিজেপি। হাতে কালো ব্যান্ড পরে প্রতিবাদ জানানো হয়। ভবানী ভবনের সামনে বসে পড়ায় বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে তর্কে জড়ান ডিসি সাউথ। তবে পরে রাজীব কুমার ভবানী ভবনে আসলে তাঁর সঙ্গে বৈঠক হয় বিজেপি নেতাদের। 

Read more!
Advertisement
Advertisement