Advertisement

২৫ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, তালিকায় নতুন মুখ ১৭

পাখির চোখ ২০২৬ এর বিধানসভা নির্বাচন। এবার বুথ, মণ্ডলের পর ২৫টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করল বঙ্গ বিজেপি। হোলির দিনই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই নাম ঘোষণা করা হয়েছে। নতুন মুখ ১৭টি।

২৫ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, তালিকায় নতুন মুখ ১৭ ২৫ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, তালিকায় নতুন মুখ ১৭
বিশাল দাস
  • কলকাতা,
  • 15 Mar 2025,
  • अपडेटेड 5:31 PM IST
  • খুব শীঘ্রই রাজ্য সভাপতি নামও ঘোষণা হতে পারে
  • জেলা সভাপতি পদ হারিয়েছেন ৫ জন বিধায়ক

পাখির চোখ ২০২৬ এর  বিধানসভা নির্বাচন। এবার বুথ, মণ্ডলের পর ২৫টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করল বঙ্গ বিজেপি। হোলির দিনই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই নাম ঘোষণা করা হয়েছে। নতুন মুখ ১৭টি। সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্য সভাপতি নামও ঘোষণা হতে পারে। কলকাতা উত্তর শহরতলি, বারাসত, বসিরহাট, আরামবাগ, হাওড়া, জঙ্গিপুর, হুগলি, তমলুক, কাঁথি, বিষ্ণুপুর, পুরুলিয়া সহ মোট ১৭ জন জেলা সভাপতি বদল করেছে বিজেপি। জেলা সভাপতি পদ হারিয়েছেন ৫ জন বিধায়ক। যে ২৫টি জেলার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ৮টি জেলায় পুরনো সভাপতির ওপরেই ভরসা রেখেছে বিজেপি।  

তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সদ্য দলবদল করা তাপসী মণ্ডল। তাঁকে স্বভাবতই সরানো হয়েছে। এদিকে কাঁথির দায়িত্বে ছিলেন বিধায়ক অরূপ দাস, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন বিধায়ক অমরনাথ শাখা। তাঁকেও সরানো হয়েছে পদ থেকে। আরামবাগ জেলায় দায়িত্বে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনিও এবারে পদ হারিয়েছেন। জেলা সভাপতি পদে আর কোনও বিধায়ককে রাখা হবে না।

এদিকে উত্তরবঙ্গেও রদবদল করেছে বিজেপি। কোচবিহার থেকে সুকুমার রায়কে সরানো হয়েছে। তাঁর পরিবর্তে আনা হয়েছে অভিজিৎ বর্মণকে। জলপাইগুড়িতে পাঁচ বছরের বেশি সময় জেলা সভাপতি ছিলেন বাপি গোস্বামী। তাঁর জায়গায় আনা হয়েছে শ্যামল রায়কে। মালদা উত্তর সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে উজ্জ্বল দত্তকে। তাঁর পরিবর্তে আনা হয়েছে প্রতাপ সিংহকে।

আরও পড়ুন

সংবাদদাতা: সুজয় ঘোষ

TAGS:
Read more!
Advertisement
Advertisement