Advertisement

মত মিললেই বিজেপিতে জায়গা, 'দিওয়ালি বাম্পার' দিলীপের

বিজেপির মতাদর্শের সঙ্গে খাপ খায়, এমন লোকেদেরই দলের জায়গা দেওয়া হবে। এদিন এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে নিজের চেনাচরিত ভঙ্গিতে সমালোচনা করেন রাজ্যের তৃণমূল সরকারের।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবি- আজ তকবিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবি- আজ তক
তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 13 Nov 2020,
  • अपडेटेड 9:04 PM IST
  • তৃণমূলকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির
  • কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি
  • মতাদর্শের সঙ্গে মিললেই বিজেপিতে জায়গা মিলবে বলে জানান তিনি

বিজেপির মতাদর্শের সঙ্গে খাপ খায়, এমন লোকেদেরই দলের জায়গা দেওয়া হবে। এদিন এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে নিজের চেনাচরিত ভঙ্গিতে সমালোচনা করেন রাজ্যের তৃণমূল সরকারের।

কী বললেন দিলীপ ঘোষ

"আমি ২০১৪ সালে রাজনীতিতে এসেছি। শুভেন্দুর এই বিষয়ের অনেক আগে থেকেই শুনছি। আমি এই বিষয়ে কোনও আগ্রহী নেই। অনেকে এই বিষয়ে কথা বলতে ভালোবাসেন, আমি নই।" কার্যত এমন ভাবেই শুভেন্দু প্রসঙ্গ আসতে জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে তিনি বলেন, "তৃণমূল থেকে অনেকেই যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু আমরা সবাইকে দলে নেবো না। একমাত্র বিজেপির মনোভাবাসম্পন্ন যাঁরা রয়েছেন, তারাই জায়গা পাবেন দলে। "

আরও পড়ুন

তৃণমূলকে কড়া আক্রমণ

এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমাদের উপর এই আক্রমণ নতুন কিছু নয়। আমি এবং দলের কর্মীরা এমন ঘটনা অনেকদিন ধরেই সম্মুখীন হচ্ছেন। আমরা ১২০ জন দলীয় কর্মীকে হারিয়েছি। এখন ডুয়ার্স ও পার্বত্য অঞ্চলে আমাদের উপর হামলা হচ্ছে। এখন তো পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ হয়েছে। মানুষ সব কিছুই বুঝতে পারছেন। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। কিছু ছোট ঘটনা ঘটছে। আমাদের কিছু গাড়িতে হামলা চালানো হয়েছে।  আমাদের কোনও ক্ষতি হয়নি। আমরা অহিংস নীতিতে বিশ্বাসী। "

এদিন ফের নিজের চিরাচরিত ভঙ্গিতে তৃণমূল সরকারকে বিধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকালই আলিপুরদুয়ারে তাঁর কনভয়ের গাড়িতে পাথর ছোঁড়া হয়েছিল। অভিযোগ ওঠে মোর্চার কর্মীর সমর্থকদের বিরুদ্ধে। তারপরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গে রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনার তীব্র  এবার সেই প্রসঙ্গ টেনে ফের একবার তৃণমূলরকে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।  তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, "দিলীপ ঘোষ উত্তরবঙ্গে অশান্তি করতে এসেছিলেন। এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই।"
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement