Shamik Bhattacharya NIA Investigation: দলের সাংসদ-বিধায়কের উপর হামলা নিয়ে এনআইএ (NIA) তদন্ত দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, বিজেপি নেতাদের রাজ্য জুড়ে পরিকল্পিতভাবে মারা হচ্ছে। এই বিষয়টি তাঁরা আইনি পথে মোকাবিলা করবেন বলে জানিয়ে দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্য সরকারের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সোমবারই উত্তরবঙ্গে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সম্প্রতি বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। শমীকের “রাজ্যে গণতন্ত্র বলে কিছুই অবশিষ্ট নেই। শাসকদলের আশ্রয়ে দুষ্কৃতীরা বিজেপির জনপ্রতিনিধি ও কর্মীদের উপর হামলা চালাচ্ছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়।” তাঁর দাবি, “বিজেপি ভয় পায় না। আমাদের সাংসদ-বিধায়ক, কর্মীরা মানুষের পাশে আছেন এবং থাকবেন। এই ধরনের সন্ত্রাস আমাদের পথ থেকে সরাতে পারবে না।”
শমীক ভট্টাচার্য এদিন আরও বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতেও বিজেপির দলীয় প্রতিনিধিরা বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছেন, অথচ “তাদের উপর হামলা চালিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।” শুধু তাই নয়, যেসব সাংবাদিক ও ইউটিউবার ঘটনাগুলি প্রচার করছে, তাদেরও মারা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। নাগরাকাটায় খগেন মূর্মুকে মারধরের পাশাপাশি এছাড়া কুমারগ্রামে মনোজ টিগ্গাকে হেনস্থা করা হয়েছে, বিধায়ক শঙ্কর ঘোষকেও মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী নজর রাখছেন। মুখ্য়মন্ত্রী কোনও ব্যবস্থা নেননি। তাই আমরা এআইএ তদন্ত দাবি করছি। আইনি পথে এর মোকাবিলা করা হয়েছে।"