Advertisement

TMC-BJP Slogan War: বিজেপির 'হিন্দু হিন্দু ভাই ভাই' Vs তৃণমূলের 'হিন্দু হিন্দু ভাই ভাই'! তুঙ্গে ধর্ম-রাজনীতি

কলকাতার শ্যামবাজার, বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী ও সিটি সেন্টারের মতো জনবহুল জায়গায় এই ব্যানারগুলি দেওয়া হয়েছে। প্রতিটি ব্যানারের সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া সেল।

বিজেপি বনাম তৃণমূলবিজেপি বনাম তৃণমূল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 2:05 PM IST
  • বিজেপির 'হিন্দু হিন্দু, ভাই ভাই' স্লোগানের মোকাবিলায় পাল্টা স্লোগান তৃণমূলের।
  • বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি তুঙ্গে।

এক বছরও বাকি নেই আগামী বিধানসভা ভোটের। স্বাভাবিকভাবেই নির্বাচনের অভিমুখ ঠিক করতে নেমে পড়েছে শাসক ও বিরোধীপক্ষ। গতবার বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান দিয়েছিল তৃণমূল। এবার বিজেপির তরফে একাধিক পোস্টারে দেখা গেল, 'হিন্দু হিন্দু ভাই। ২৬শে এবার বিজেপি চাই'। তার পাল্টা ব্যানার সাঁটল তৃণমূলও। 

বিজেপির 'হিন্দু হিন্দু, ভাই ভাই' স্লোগানের মোকাবিলায় পাল্টা স্লোগান তৃণমূলের। কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়েই পড়েছে এই ধরনের ব্যানার। বিজেপির 'হিন্দু হিন্দু ভাই ভাই' বাক্যবন্ধনী ধার করেই আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। তারা কোথাও লিখেছে,'হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই'। কোথাও আবার লেখা-'হিন্দু হিন্দু ভাই ভাই, তবু, তেলের দামে লোটা চাই?' কোথাও লেখা-'হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?'  

কলকাতার শ্যামবাজার, বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী ও সিটি সেন্টারের মতো জনবহুল জায়গায় এই ব্যানারগুলি দেওয়া হয়েছে। প্রতিটি ব্যানারের সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া সেল। ওই সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন,'সীতাকে হরণ করতে সাধুর বেশ ধারণ করে এসেছিল রাবণ। সীতা মা বুঝতে পারেননি। কিন্তু বাঙালি বুদ্ধিমান জাতি। বুঝতে পারে, কে সাধুর বেশ ধারণ করে এসেছে! হিন্দু হিন্দু ভাই ভাই হলে কেন গ্যাসের দামে ছাড় দেওয়া হচ্ছে না? গেরুয়াবসন ধারণ করলেই হিন্দু হওয়া যায় না। নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দের হিন্দুদের ফারাক বোঝে বাঙালি'।   

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান,'এদের কোনও অ্যাজেন্ডা নেই। রাজনৈতিকভাবে শেষ হয়ে গিয়েছে। ধর্মে ধর্মে বিভেদ করে নির্বাচন বাংলার মানুষ পছন্দ করে না। এরা খাঁটি হিন্দু নয়। কোনওদিন পুজো বা মন্ত্র পড়তে দেখেছেন? এরা মেকি হিন্দু'।

তৃণমূলের ব্যানার নিয়ে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন,'এসব তৃণমূলের বালখিল্য। তৃণমূল খুব ভাল করে জানে যে রাজ্যের হিন্দুরা একজোট হলে ওরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই হিন্দু ঐক্য ভাঙার চেষ্টা করছে। বাংলাদেশের ঘটনা দেখার পর পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে জাগরণ ঘটেছে। মহাকুম্ভে যে সংখ্যায় বাঙালি যোগদান করেছেন তাতেই তা প্রমাণ হয়ে গিয়েছে। হিন্দু ঐক্য ভাঙতে ময়দানে নামিয়েছে আইটি সেলকে'।

Advertisement
Read more!
Advertisement
Advertisement