Advertisement

খেজুরিতেও সভা করতে পারবে BJP, অনুমতি দিল হাইকোর্ট, থাকছে শর্তও

ধর্মতলার পর খেজুরিতেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট সূত্রের খবর, বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় একাধিক শর্ত চাপালেও পুলিশের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2023,
  • अपडेटेड 1:12 PM IST
  • ধর্মতলার পর খেজুরিতেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
  • হাইকোর্ট সূত্রের খবর, বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় একাধিক শর্ত চাপালেও পুলিশের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

ধর্মতলার পর খেজুরিতেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট সূত্রের খবর, বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় একাধিক শর্ত চাপালেও পুলিশের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বারবার বিরোধীদের সভা করার জন্য আদালতে আসতে হচ্ছে কেন? শাসকদল কি সভা করার জন্য একই শর্ত মেনে আবেদন করে? এরকম প্রশ্নও ওঠে আদালতে, এমনটাই জানা গেছে। 

আগামী ২ ডিসেম্বর খেজুরিতে সভা করার কথা শুভেন্দু অধিকারীর। অনেক আগেই আবেদন জানানো হয়েছিল বিজেপির তরফে। তারপরেও সভা করার অনুমতি দেয়নি পুলিশ। বিজেপির অভিযোগ, পুলিশ কোনও তথ্যই দিচ্ছে না। শেষপর্যন্ত সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শুভেন্দু।

বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শুক্রবার শুভেন্দুকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন। বিচারপতি জানিয়েছেন, শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। কোনওরকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত সভা চলবে। 

উল্লেখ্য, ধর্মতলায় অমিত শাহর সভাও বাতিল করেছিল পুলিশ। পরে আদালতে গিয়েই সেই সভার অনুমতি পায় বিজেপি (BJP)। এবার খেজুরিতে শুভেন্দুর সভার ক্ষেত্রেও একই ঘটনা ঘটল।

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement