রবিবার রাত আকাশপ্রেমীদের জন্য নিয়ে আসছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতোই ভারত থেকেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, হায়দরাবাদ, লখনউ, চণ্ডীগড়–সহ দেশের প্রায় সব বড় শহর থেকেই মিলবে এই সুযোগ, যদি আবহাওয়া অনুকূলে থাকে।
ভারতীয় সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ মিনিট থেকে ফ্যাকাশে হতে শুরু করবে চাঁদ। ধীরে ধীরে রং বদলে তা পরিণত হবে লালচে ছায়ায়। জানা যাচ্ছে, রাত ১১টা ৪২ মিনিট নাগাদ চাঁদকে সবচেয়ে লাল দেখাবে। প্রায় ৮২ মিনিট ধরে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া পড়লেও চাঁদ কখনও পুরোপুরি কালো হয় না। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে প্রতিসরিত করে, যেখানে নীল আলো চারদিকে ছড়িয়ে যায়, আর লাল অংশ সরাসরি পৌঁছায় চাঁদে। সেই কারণেই গ্রহণের সময় চাঁদ লালচে হয়ে ওঠে। একে বলা হয় ‘রক্ত চাঁদ’।
যখন চাঁদ দিগন্তের কাছে থাকে, তখন তাকে সবচেয়ে বেশি লালচে দেখা যায়, কারণ আলোকে অনেকটা বায়ুমণ্ডল পেরোতে হয়। রবিবার রাতের এই গ্রহণের সময় চাঁদ থাকবে মধ্যগগনে, তাই লালচে ছায়া তুলনামূলকভাবে হালকা দেখাতে পারে।
গ্রিনিচ মান মন্দিরের তথ্য অনুযায়ী, জিএমটি সময় ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর রাত ২টে ২৫ মিনিটে শেষ হবে এই মহাজাগতিক দৃশ্য। ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত আকাশে চোখ রাখলেই মিলবে এক অনন্য অভিজ্ঞতা।