Advertisement

IAS Nandini Chakraborty: রাজ্যের নয়া মুখ্যসচিব বি পি গোপালিকা, স্বরাষ্ট্রসচিবের পদে সেই নন্দিনী

রাজ্যের নয়া মুখ্যসচিবের দায়িত্ব নিচ্ছেন বি পি গোপালিকা। তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন। আজই এই পদে মেয়াদ শেষ হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীর। আর রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী।

রাজ্যের নয়া মুখ্যসচিব  বি পি গোপালিকা, স্বরাষ্ট্রসচিবের পদে সেই নন্দিনীরাজ্যের নয়া মুখ্যসচিব বি পি গোপালিকা, স্বরাষ্ট্রসচিবের পদে সেই নন্দিনী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2023,
  • अपडेटेड 2:39 PM IST
  • রাজ্যের নয়া মুখ্যসচিবের দায়িত্ব নিচ্ছেন বি পি গোপালিকা
  • রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী

রাজ্যের নয়া মুখ্যসচিবের দায়িত্ব নিচ্ছেন বি পি গোপালিকা। তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন। আজই এই পদে মেয়াদ শেষ হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীর। আর খবরে প্রকাশ রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। নন্দিনী এর আগে পর্যটন দফতরের প্রধান সচিব পদে ছিলেন। নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। অতীতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো দায়িত্বও ছিল তাঁর কাঁধে। এছাড়াও তিনি ছিলেন রাজ্যপাল  সিভি আনন্দ বোসের সচিব পদেও ছিলেন। যদিও সংঘাতের কারণে তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নবান্ন সূত্রে খবর, ন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলানোর পাশাপাশি পর্যটন দফতর এবং পরিষদীয় দফতরের সচিব হিসেবেও দায়িত্ব সামলাবেন। ফলে তাঁর কাঁধে প্রশাসনের অনেকটাই দায়িত্ব চাপছে।

১৯৮৯ ব্যাচের এই আইএএস অফিসার বিপি গোপালিকা এর আগে পরিবহণ, প্রাণী সম্পদ উন্নয়ন এবং প্রশাসনিক কর্মীবর্গ দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন।

Read more!
Advertisement
Advertisement