Advertisement

Saugata Roy: সৌগত রায়ের 'কামব্যাক', ব্রাত্য বললেন, 'অনেক ওজন কমেছে, ফ্রেশ লাগছে'

ভাল আছেন সৌগত রায়। অসুস্থতা কাটিয়ে সেরে উঠেছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। বর্ষীয়ান সাংসদের বাড়িতে গিয়ে ফেসবুক লাইভ করে এক অন্য সৌগতকে প্রকাশ্যে  নিয়ে এলেন তাঁর দলেরই সতীর্থ তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দমদমে ফিরতে মরিয়া সৌগত এবং তিনি ছাড়া যে দমদম অচল, সে কথাও বললেন ব্রাত্য। পাশাপাশি, সৌগতের নয়া অবতার নিয়েও কথা বললেন শিক্ষামন্ত্রী। 

সৌগত রায়ের সঙ্গে ব্রাত্য বসু।সৌগত রায়ের সঙ্গে ব্রাত্য বসু।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 10:20 AM IST
  • ভাল আছেন সৌগত রায়।
  • অসুস্থতা কাটিয়ে সেরে উঠেছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ।
  • সৌগতের নয়া অবতার নিয়েও কথা বললেন শিক্ষামন্ত্রী। 

ভাল আছেন সৌগত রায়। অসুস্থতা কাটিয়ে সেরে উঠেছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। বর্ষীয়ান সাংসদের বাড়িতে গিয়ে ফেসবুক লাইভ করে এক অন্য সৌগতকে প্রকাশ্যে  নিয়ে এলেন তাঁর দলেরই সতীর্থ তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দমদমে ফিরতে মরিয়া সৌগত এবং তিনি ছাড়া যে দমদম অচল, সে কথাও বললেন ব্রাত্য। পাশাপাশি, সৌগতের নয়া অবতার নিয়েও কথা বললেন শিক্ষামন্ত্রী। 

সৌগতের বাড়িতে যান ব্রাত্য। সেখানে সৌগতের পাশে বসে ফেসবুক লাইভ করেছেন শিক্ষামন্ত্রী। ফেসবুক লাইভে ব্রাত্য বলেন, 'দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সৌগত রায়। কেমন আছেন উনি, এটা অনেকেই জানতে চেয়েছেন। সারা ভারতবর্ষ জুড়ে ওঁর অনেক অনুরাগী রয়েছেন। অনেকে আমার কাছ থেকে খোঁজ নিয়েছেন। সকলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী নিয়মিত খোঁজ নিয়েছেন। আমাদের নেতা অভিষেকও ওঁর কথা জিজ্ঞাসা করেছেন। আজ আনন্দের সঙ্গে বলছি, ওঁর বাড়িতে বসে আছি।' এরপরেই সৌগতের কাছে ব্রাত্য জানতে চান তিনি কেমন আছেন। জবাবে সৌগত বলেন, 'ভাল আছি...ভাল ঘুম হচ্ছে।'

ব্রাত্য আরও বলেছেন, 'সৌগতদার ওজন অনেক কমে গিয়েছে। সৌগতদাকে একদম ঝরঝরে ফ্রেশ লাগছে। আশা করছি, শীঘ্রই সৌগতদাকে দমদমে দেখব। দমদম সৌগত রায় ছাড়া অচল।' ব্রাত্যের সঙ্গে সৌগতের বাড়িতে গিয়েছিলেন বিধানসভার মুখ‌্য সচেতক নির্মল ঘোষ ও বরানগরের কাউন্সিলর দিলীপনারায়ণ বসু। 

সৌগত বলেন, 'দমদমে তৃণমূলের কোনও বিকল্প নেই। মমতার কোনও বিকল্প নেই।' ব্রাত্য বলেন, 'উনি সুস্থ হয়ে উঠেছেন, এটা খুবই ভাল। ওঁর মতো নেতা দেশে অনেক কম আছেন। সৌগত রায় আবার স্বমহিমায় ফিরবেন।' সৌগত বলেন, 'তৃণমূলে যাঁরা আছি, তাঁরা পরিবারের মতো।'

Read more!
Advertisement
Advertisement