Advertisement

Breast Feeding: বাসস্ট্যান্ডেই শিশুকে দুধ খাওয়াতে পারবেন মায়েরা, কলকাতা পুরসভার নয়া উদ্যোগ

সদ্যজাতকে নিয়ে রাস্তা-ঘাটে বেরিয়ে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় মায়েদের। বাধ্য হয়ে অনেকেই প্রকাশ্যেই স্তন্যপান করান শিশুকে। কিন্তু অনেকেই বিষয়টিতে প্রকাশ্যে সংকোচবোধ করেন।  এবার সমস্যার সমাধান করল কলকাতা (Kolkata municipal corporation) পুরসভা৷

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Mar 2023,
  • अपडेटेड 3:52 PM IST
  • সদ্যজাতকে নিয়ে রাস্তা-ঘাটে বেরিয়ে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় মায়েদের।
  • বাধ্য হয়ে অনেকেই প্রকাশ্যেই স্তন্যপান করান শিশুকে।

সদ্যজাতকে নিয়ে রাস্তা-ঘাটে বেরিয়ে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় মায়েদের। বাধ্য হয়ে অনেকেই প্রকাশ্যেই স্তন্যপান করান শিশুকে। কিন্তু অনেকেই বিষয়টিতে প্রকাশ্যে সংকোচবোধ করেন।  এবার সমস্যার সমাধান করল কলকাতা (Kolkata municipal corporation) পুরসভা৷

কলকাতা পুরসভার উদ্যোগে পাইলট প্রোজেক্ট। বাসস্ট্যান্ডেই (Bus stand) থাকবে ব্রেস্টফিডিং রুম। সদ্যোজাতকে দুধ খাওয়াতে গেলে রাস্তাঘাটে আর আড়াল খুঁজতে হবে না মায়েদের। সূত্রের খবর, বেহালা পর্ণশ্রীতে প্রথম দেখা যাবে এমন বাস স্ট‌্যান্ড যেখানে থাকবে ‘ব্রেস্টফিডিং রুম’।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নতুন এই বাস স্ট‌্যান্ডের ভিতরে থাকবে বসার ব্যবস্থা, স্মার্ট টয়লেট। আর ব্রেস্টফিডিং রুম (Brestfeeding room)। পাশাপাশি তিনি জানান, এই প্রকল্প সফল হলে সারা কলকাতা জুড়েই তৈরি হবে এমন বাস স্ট‌্যান্ড। তাহলে সমস্যা হবে না।

আরও পড়ুন

প্রসঙ্গত, জনস্বাস্থ‌্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, শিশুকে স্তন্যপান করানো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। তবে এই ভাবনাটা যতদিন না আসছে, ততদিন ‘ব্রেস্টফিডিং রুম’ প্রয়োজন।

শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেহালা পর্ণশ্রী থেকে ফোন আসে মেয়রের কাছে। বেহালার বাসিন্দা দ্বৈপায়ন বন্দ্যোপাধ‌্যায় জানান, পর্ণশ্রী এলাকার শকুন্তলা পার্কের বুস্টার পাম্পিং স্টেশন জলের অভাব মিটিয়েছে। এখন ভাঙাচোরা বাস স্ট‌্যান্ডটা পরিষ্কার-পরিচ্ছন্ন হলেই বড্ড উপকার হয়। এরপরই মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘বাস স্ট‌্যান্ড উইথ ব্রেস্ট ফিডিং রুমের পরিকল্পনা ছিলই। পর্ণশ্রীতেই তা প্রথম করা হবে।’’ 

 

Read more!
Advertisement
Advertisement