Advertisement

গীতা পাঠের অনুষ্ঠানে মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাসের উল্লেখ রাজ্যপালের, হাজির সুকান্ত-শুভেন্দুরাও

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান চলছে ব্রিগেডে। রবিবার ভোর থেকে ভিড় বাড়তে শুরু করেছে সেখানে। লক্ষ লক্ষ ভক্ত সেখানে জমায়েত করেছেন। মোট তিনটে মঞ্চ করা হয়েছে। উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্তরা।

kolkata gita path kolkata gita path
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2025,
  • अपडेटेड 2:19 PM IST
  • ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান চলছে ব্রিগেডে
  • রবিবার ভোর থেকে ভিড় বাড়তে শুরু করেছে সেখানে
  • লক্ষ লক্ষ ভক্ত সেখানে জমায়েত করেছেন

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান চলছে ব্রিগেডে। রবিবার ভোর থেকে ভিড় বাড়তে শুরু করেছে সেখানে। লক্ষ লক্ষ ভক্ত সেখানে জমায়েত করেছেন। মোট তিনটে মঞ্চ করা হয়েছে। উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্তরা। রাজনৈতিক নেতারাও হাজির হয়েছেন গীতাপাঠে অংশ নেওয়ার জন্য। পূর্ব ঘোেষণা মতো রবিবার এই অনুষ্ঠান শুরু হয়, সকাল ৮ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি মেনেই, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

  • ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষই এবার ঠিক করবে ভারত হিন্দু রাষ্ট্র হবে কি না। কারণ তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ। আমরা হিন্দুরা ভাই ভাই। এটা সবার মাথায় রাখতে হবে। এই ভারত বাবরের নয়। এটা রামচন্দ্রের দেশ। গ্রামে গ্রামে গিয়ে হিন্দুদের জাগাতে হবে।'   
  • বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, 'কলকাতা মা দুর্গা-কালীর পবিত্র মাটি। বাংলার হিন্দুরা জেগেছে। সেটা আমি বুঝতে পারছি। আমি আসা করব এখানকার হিন্দুরা একজোট হবে।'  
  • রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ধর্মীয় অনুষ্ঠান থেকে বক্তব্য রাখেন। আজ হিন্দিতে বক্তব্য রাখেন তিনি। বলেন, 'গীতায় বলা আছে আত্মা হল আসল। আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। গতকাল মুর্শিদাবাদে কী হয়েছে তা আপনারা দেখছেন। কিন্তু গীতায় উল্লেখ আছে, সৎ লোকেদের রক্ষা করবার জন্য, দুষ্ট লোকেদের বিনাশ করবার জন্য এবং ধর্মের পুণঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই।' 
  • মঞ্চে হাজির বাগেশ্বর মহারাজও। তিনিও গীতা পাঠ করলেন। 
  • গীতাপাঠের আসরে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে বরণ করে নেওয়া হয়। 
  • শুরু হল গীতাপাঠের আসর। সমবেত সবাই একসঙ্গে গীতা পাঠ করবেন। তিনটে মঞ্চে গীতাপাঠ চলবে। 
  • সকাল থেকে ভিড় বাড়ছে ব্রিগেডে। বহু মানুষের সমাগত হয়েছে সেখানে। ব্রিগেডে গীতাপাঠে যোগ দেবেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ।
  • বাংলাদেশ ও নেপাল থেকেও অনেক সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। দাবি করছেন উদ্যোক্তারা। 
  • পুরুষদের সঙ্গে মহিলারাও এতে যোগ দিয়েছেন। কাকদ্বীপ থেকে কোচবিহার-গোটা বাংলা থেকে ভক্তরা জমায়েত করেছেন এখানে। 
  • বহু রাজনৈতিক নেতাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির সব সদস্য সহ আমন্ত্রিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের মন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। 
  • ব্রিগেডে গীতাপাঠের আসর
  • রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হয়েছে। গীতার প্রথম, নবম আর অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে। গীতাকে মঞ্চে প্রতিষ্ঠা করা হবে। আরতি করা হবে। সাড়ে ১২ টা পর্যন্ত গীতা পাঠ। 

  

Read more!
Advertisement
Advertisement