
৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান চলছে ব্রিগেডে। রবিবার ভোর থেকে ভিড় বাড়তে শুরু করেছে সেখানে। লক্ষ লক্ষ ভক্ত সেখানে জমায়েত করেছেন। মোট তিনটে মঞ্চ করা হয়েছে। উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু-সন্তরা। রাজনৈতিক নেতারাও হাজির হয়েছেন গীতাপাঠে অংশ নেওয়ার জন্য। পূর্ব ঘোেষণা মতো রবিবার এই অনুষ্ঠান শুরু হয়, সকাল ৮ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি মেনেই, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।