Advertisement

Jadavpur University Ragging Case: যাদবপুরের নিহত ছাত্রের নামে বগুলা গ্রামীণ হাসপাতাল, সেখানেই চাকরি মায়ের

নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের (Bogula Rural Hospital) নামকরণ হবে যাদবপুরের নিহত ছাত্রের নামে। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আজ, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নিহত ছাত্রের বাবা ও মা। বাইরে এসে তাঁরাই একথা জানিয়েছেন। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2023,
  • अपडेटेड 8:51 AM IST
  • নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের (Bogula Rural Hospital) নামকরণ হবে যাদবপুরের নিহত ছাত্রের নামে।
  • এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের (Bogula Rural Hospital) নামকরণ হবে যাদবপুরের নিহত ছাত্রের নামে। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আজ, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নিহত ছাত্রের বাবা ও মা। বাইরে এসে তাঁরাই একথা জানিয়েছেন। 

একই সঙ্গে নিহত ছাত্রের (Jadavpur Students death) মাকে বগুলা হাসপাতালে (Bogula Rural Hospital) চাকরি দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। ছোট ভাইয়ের পড়াশোনার সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি। নিহত ছাত্রের মা স্বপ্না কুণ্ডু বলেন, “দিদি খুব ভাল। উনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

গত ৯ অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রহস্যমৃত্যু হয় নদিয়ার ছাত্রের। সামনে আসে ব়্যাগিংয়ের অভিযোগ। সে সময় মুখ্যমন্ত্রী নিজেই ফোন করে নিহত ছাত্রের বাবার সঙ্গে কথা বলেন। আশ্বাস দিয়েছিলেন, ছেলেকে ফিরিয়ে দিতে না পারলেও প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

খুনের অভিযোগ এনে থানার দ্বারস্থ হয়েছিলেন নিহত পডু়য়ার বাবা। তদন্তে নেমে দফায় দফায় যাদবপুরের একাধিক পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে নিহত পড়ুয়ার বাড়িতে গিয়েছেন জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বও দেখা করে এসেছেন নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে।  


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement