Advertisement

Firhad Hakim: 'আগের পাপের বোঝা...' বাঘাযতীন-কাণ্ডে মুখ খুললেন মেয়র

বাঘাযতীনে ডোবা বুজিয়ে ফ্ল্যাট তৈরির অভিযোগে ফের তীব্র বিতর্ক। মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির একটি চারতলা আবাসন হেলে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, আবাসনটির নীচের তলা কার্যত চুরমার হয়ে গিয়েছে। তবে, সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই।

ফিরহাদ হাকিম।-কোলাজফিরহাদ হাকিম।-কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2025,
  • अपडेटेड 2:23 PM IST
  • বাঘাযতীনে ডোবা বুজিয়ে ফ্ল্যাট তৈরির অভিযোগে ফের তীব্র বিতর্ক।
  • মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির একটি চারতলা আবাসন হেলে পড়ে।

বাঘাযতীনে ডোবা বুজিয়ে ফ্ল্যাট তৈরির অভিযোগে ফের তীব্র বিতর্ক। মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির একটি চারতলা আবাসন হেলে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, আবাসনটির নীচের তলা কার্যত চুরমার হয়ে গিয়েছে। তবে, সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'পুরোনো বাড়িগুলির প্ল্যান খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণের বিষয়েও তদন্ত চলছে। আগের পাপের বোঝা আজ বইতে হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুরসভার তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।'

স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে নির্মিত এই আবাসনে সম্প্রতি ফাটল দেখা দেয়। বিষয়টি ফ্ল্যাটের প্রোমোটারকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। মেরামতির কাজ চলাকালীন কোনও অনুমতি না নিয়েই হাইড্রোলিক জ্যাক ব্যবহার করা হচ্ছিল। কাজ বন্ধ রাখতে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেও তা অমান্য করা হয়।

পুরসভার বিল্ডিং বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফ্ল্যাটটির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, তিনতলার অনুমতি থাকা সত্ত্বেও এখানে চারতলা আবাসন তৈরি হয়েছে। মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, 'কলোনি এলাকায় বাড়িগুলোর স্ট্রাকচারাল স্টেবিলিটি পরীক্ষা করা হয়নি। এই নিয়ম ভাঙার দায় ভবিষ্যতে আরও বড় সমস্যার কারণ হতে পারে।'

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পুরনো বাড়ির নকশা এবং নির্মাণ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে পরিকল্পনাহীন নির্মাণকাজ বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement