Advertisement

Bus Accident: রাস্তায় রেষারেষি, পার্কস্ট্রিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডিভাইডারে ধাক্কা মারল

কলকাতার প্রনবানন্দ সরণী ও অকল্যান্ড রোড সংযোগস্থলে সোমবার সকালে আবারও বাসের রেষারেষির ঘটনা ঘটল। অফিস টাইমে, সকাল ১০টা নাগাদ বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে উঠে পড়ে। এ ঘটনায় সরকারি বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

ফের বাস দুর্ঘটনা।-ভিডিও থেকে নেওয়া ছবিফের বাস দুর্ঘটনা।-ভিডিও থেকে নেওয়া ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Apr 2025,
  • अपडेटेड 11:29 AM IST
  • কলকাতার প্রনবানন্দ সরণী ও অকল্যান্ড রোড সংযোগস্থলে সোমবার সকালে আবারও বাসের রেষারেষির ঘটনা ঘটল।
  • অফিস টাইমে, সকাল ১০টা নাগাদ বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে উঠে পড়ে।

কলকাতার প্রনবানন্দ সরণী ও অকল্যান্ড রোড সংযোগস্থলে সোমবার সকালে আবারও বাসের রেষারেষির ঘটনা ঘটল। অফিস টাইমে, সকাল ১০টা নাগাদ বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে উঠে পড়ে। এ ঘটনায় সরকারি বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে আসছিল সরকারি বাস। ময়দানে চ্যাটার্জী ইন্টারন্যাশনালের সামনে দুর্ঘটনা ঘটে। বাসের চালক বুঝতে পারেন যে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে। বাস থামানোর চেষ্টা করেন, দুর্ঘটনা এড়াতে চালক ডিভাইডারে ধাক্কা মারেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় দুই বাস—একটি বেসরকারি ও একটি সিটি সার্ভিস—অপ্রীতিকরভাবে পাল্লা দিতে থাকে। কিছুক্ষণ পর সরকারি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি ডিভাইডারের লোহার রেলিং ভেঙে উপরে উঠে যায়। ভাগ্যক্রমে ঘটনাস্থলে অনেক যাত্রী নামার সুযোগ পেয়ে নিরাপদে নামতে পারেন, তবুও পাঁচজন আহত হন।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, অন্য তিনজনের আঘাত হালকা বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনার পর পথ বন্ধ হয়ে পড়ায় ওই রুটে ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে চলাচল নিয়ন্ত্রণে নেমে যান।

 

Read more!
Advertisement
Advertisement