Advertisement

Sector V Accident: সল্টলেকে বাসের রেষারেষিতে মারাত্মক দুর্ঘটনা, সেক্টর ফাইভে আহত একাধিক যাত্রী

বাসে রেষারেষির ঘটনা এই শহরে প্রায়ই ঘটে থাকে। প্রাণ হাতে নিয়েই একপ্রকার যাত্রীদের চলাচল করতে হয়। সোমবার ছুটির দিনে ফের বাসের রেষারেষির ঘটনা ঘটল শহরে। এবার সল্টলেকের সেক্টর ফাইভে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সেক্টর ফাইভে রেষারেষি, দুর্ঘটনার কবলে যাত্রীবাহি বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2023,
  • अपडेटेड 11:17 AM IST

বাসে রেষারেষির ঘটনা এই শহরে প্রায়ই ঘটে থাকে। প্রাণ হাতে নিয়েই একপ্রকার যাত্রীদের চলাচল করতে হয়। সোমবার ছুটির দিনে ফের বাসের রেষারেষির ঘটনা ঘটল শহরে। এবার সল্টলেকের সেক্টর ফাইভে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে  সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইডের দিক দিয়ে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি সজোরে বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উলটে যায় বাসটি। এই ঘটনায় অন্তত ১০ জন জখম হন। আহতদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেষারেষির কারণে বাসের গতি যথেষ্ট বেশি ছিল। সামনে থাকা মোটরবাইকে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়।

বাসে মোট ৩০ জন যাত্রী ছিলেন। বাস ও গাড়ির মধ্যে সংঘর্ষে তাদের মধ্যে বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনা দুই বাইক চালকও আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ক্রেন নিয়ে এসে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার ফলে সেক্টর ফাইভে যানচলাচলে সাময়িক প্রভাব পড়েছিল। তবে ছুটির দিন হওয়ায় অফিসযাত্রীদের তেমন হেনস্থার মুখোমুখি হতে হয়নি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement