Advertisement

Durga Puja Carnival: কার্নিভালের দিন শুভেন্দুদের মিছিল সমাবেশ, অনুমতি দিল হাইকোর্ট

Durga Puja Carnival: রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন মিছিল ও ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ শহরে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন ৷ মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কারিনিভালের দিন শুভেন্দুদের মিছিলে অনুমতি হাইকোর্টেরকারিনিভালের দিন শুভেন্দুদের মিছিলে অনুমতি হাইকোর্টের
বিশাল দাস
  • কলকাতা,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 2:25 PM IST
  • রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন মিছিল ও ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন মিছিল ও ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ শহরে বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন ৷ মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই রাজ্যের শাসক দলকে একহাত নিলেন শুভেন্দু। বললেন, শেষ বছরে যা পারে করে নিক। 

রবিবার দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে রেড রোডে। আর এইদিনই 'খোলা হাওয়া' সংগঠনের পক্ষ থেকে মিছিল ও ডোরিনা ক্রসিংয়ে সমাবেশের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। সেই অনুমতি দিয়েছে হাইকোর্ট। সেই প্রসঙ্গে শুক্রবার সল্টলেক বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি জানান, শেষ বছর যা পারে করে নিক। আগামী বছর থেকে এগুলো আর হবে না। আগামী বছর বাঙালি সংস্কৃতি, বাঙালি অস্মিতার উত্থান ঘটবে। কোনও কৃত্রিম কিছু হবে না। ও ব্যাগ গুছিয়ে রাখুক।

পুজোর ঠিক আগেই একরাতের বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছিল শহর কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণে মারা যান ১২ জন। এই কর্মসূচি পালনের আবেদনের শুনানিতে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বলেন, "৫ অক্টোবর দুর্গাপুজা কার্নিভাল রয়েছে ঠিকই । কিন্তু ১২ জনের মৃত্যুও অত্যন্ত দুঃখজনক । সেই জন্য মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে ।" বিচারপতি নির্দেশে আরও জানিয়েছেন, যেহেতু ৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে, সেই জন্য মিছিল হবে বেলা দুটো থেকে পাঁচটা । আর মিছিলের রুট কী হবে, সেটা পুলিশ ঠিক করে দেবে। সংগঠনের পক্ষ থেকে চাওয়া হয়েছিল কলেজস্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং। সেই দাবি বাতিল করা হয়েছে। পাশাপাশি ৫ হাজার নয়, ৩ হাজার সমর্থক নিয়ে এই মিছিল করা যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খোলা হাওয়া সংগঠনের পক্ষ থেকে গত ২৭ সেপ্টেম্বর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হলেও ৫ অক্টোবর পুজোর কার্নিভাল রয়েছে বলে পুলিশ অনুমতি দেয়নি। এরপরই শুক্রবার, ৩ অক্টোবর বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টের দ্বারস্থ হন। 

Advertisement

শুনানিতে এদিন মামলাকারীর পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ২৭ সেপ্টেম্বর একটি সোসাইটির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল একটা মিছিলের দাবিতে। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ব্যাপক বৃষ্টির পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয় । তারই প্রতিবাদে এই মিছিলের আবেদন করা হয়। সংগঠনে ডাক্তার, অধ্যাপক, শিল্পীরা রয়েছেন। বলা হয়, ৫ অক্টোবর পাঁচ হাজারের মতো সদস্য হাজির থাকবেন কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং। সেন্ট্রাল অ্যাভেনিউ দিয়ে মিছিল আসবে। ডোরিনা ক্রোসিং-এ একটা স্টেজ হবে। সেখানে ৫০০ জনের বসার জায়গা করা হবে ।

কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় ওইদিন কার্নিভাল রয়েছে। যা গত ১৬ বছর ধরে হয়ে আসছে রেড রোডে। তাই যানজটের সৃষ্টি হতে পারে। গত বছর একই রকমভাবে আরজি করের ঘটনার প্রতিবাদে জমায়েতের আবেদন করেছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। দ্রোহের কার্নিভাল নামে সেই জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল ডাক্তারদের সংগঠন। সেখানেও রেড রোডের কার্নিভালে অশান্তি সৃষ্টির প্রচেষ্টা করা হচ্ছে এই দাবিতে পুলিশ অনুমতি দেয়নি। শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠন। রাজ্যের পক্ষ থেকে বলা হয়, মৌলালির রামলীলা পার্কে সংগঠন তাদের দ্রোহের কার্নিভাল করতে পারে।

বিচারপতি বিশ্বরূপ চৌধুরী এদিন বলেন, কলকাতার বিভিন্ন বড় বড় পুজোর মূর্তি এদিন রেড রোডে আসে । তাহলে তাদের তো সমস্যা হবে! কারণ কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্কের পুজো রয়েছে । বাস্তব পরিস্থিতি ভেবে দেখুন । জবাবে বিল্বদল ভট্টাচার্য বলেন, রেড রোডে পুজোর কার্নিভাল থাকলেও সেন্ট্রাল অ্যাভেনিউটাই সঠিক রাস্তা । কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ ফোর্স । তাদের পক্ষে সামলানো কোনও ব্যাপারই নয়। রাজ্যের পক্ষে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা একটা রাজনৈতিক সংগঠন। খোলা হাওয়া। থাকবে কারা? স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা। এই হুলিগানরা যেখানে থাকবে সেখানেই ঝামেলা হবে। নবান্ন অভিযানেও এরাই ঝামেলা পাকিয়েছিল ।

একথা শোনার পর বিচারপতি বলেন, "কিন্তু মৃত্যুর ঘটনাও তো কিছুদিন আগেই ঘটেছে !" জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "তারা ৫ অক্টোবর বাদ দিয়ে যে কোনও দিন করতে পারে।" তখন বিচারপতির প্রশ্ন, "ডোরিনা ক্রসিং থেকে রেড রোডের কত দুরত্ব ?" কল্যাণ বলেন, "৫০ মিটার । আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। কোনও সমস্যা তৈরি হলে কাদের দায়িত্ব? বাতিল করা উচিত আবেদন।" এদিনের শুনানিতে বিল্বদলের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাকবিতণ্ডা বেঁধে যায়। 

Read more!
Advertisement
Advertisement