Advertisement

কুন্তলের চিঠি মামলা: অভিষেক তদন্তে সহযোগিতা করুক, চায় হাইকোর্ট

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছে।

নিয়োগ দুর্নীতি মামলানিয়োগ দুর্নীতি মামলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2023,
  • अपडेटेड 1:32 PM IST
  • অভিষেককে তদন্ত সহযোগিতা করতে বলল হাইকোর্ট
  • মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছে। সোমবার এই মামলার শুনানি হয়। সেখানেই অভিষেকের আইনজীবী আদালতের কাছে সময় চান। আদালতের তরফে সময় মঞ্জুর করা হলেও অভিষেককে তদন্ত সহযোগিতা করার কথা বলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার।

সোমবার আদালতে মামলাটি উঠলে অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান যে তাঁদের এই মামলায় হাইকোর্টে পার্টি করা হয়নি। আজ মামলাটির শুনানি ছিল বলেও তাঁর জানা ছিল না। যা নিয়ে খানিক বিরক্তি প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেকের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, 'আজ মামলার শুনানি, অথচ আপনি কেন জানেন না? মামলায় যুক্ত হওয়া পর্যন্ত কি অপেক্ষা করছিলেন? তদন্তের উপরে কেউ নন। তদন্তে সহযোগিতা করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করলে অসুবিধার কী রয়েছে?'

আরও পড়ুন

এবার অভিষেকের আইনজীবী বলেন, 'এই মামলায় আমার বক্তব্য না শুনেই নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে নাম কীভাবে জড়িয়ে পড়ল সেটাই বুঝলাম না? আমার মক্কেলের বিরুদ্ধে কী অভিযোগ সেটাও পরিষ্কার নয়।'জবাবে বিচারপতি বলেন, 'আমি তো বলছি না আপনার বিরুদ্ধে অভিযোগ সঠিক। কিন্তু তদন্তে আপনার মক্কেলের সহযোগিতা করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার মক্কেল জড়িত কি না, তা তদন্তকারী সংস্থার উপর ছেড়ে দিন। আইনই সবার উপরে। তদন্তে সহযোগিতা করার প্রত্যেকের দায়িত্ব।'

মামলার শুনানিতে উপস্থিত থাকলেও এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়ে দেন যে এক্ষেত্রে রাজ্য সরকারের কোনও বক্তব্য নেই। কারণ এটা ব্যক্তিগত মামলা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement