Advertisement

Kolkata Tram: ট্রাম লাইন নিঃশব্দে বুজিয়ে ফেলা হচ্ছে? কড়া নির্দেশ দিল হাইকোর্ট

Kolkata Tram lines: এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান, রাজ্যের হেরিটেজের একটি অংশ হল ট্রাম। সরকারের উচিত অবিলম্বে সেই হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়া। ট্রাম এখনও অনেক দেশে চলে। কিছু দেশে তো রাস্তার মাঝ বরাবর ট্রাম চলে।

কলকাতা ট্রাম-- ছবি: শঙ্খ দাসকলকাতা ট্রাম-- ছবি: শঙ্খ দাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2025,
  • अपडेटेड 5:58 PM IST
  • ট্রাম লাইন পিচ দিয়ে বুজিয়ে ফেলার অভিযোগ
  • প্রশাসনকে ভর্ত্‍‌সনা প্রধান বিচারপতির
  • ট্রাম লাইন নিয়ে রাজ্য কী জানাল?

কলকাতায় ট্রাম লাইনগুলিকে পিচ দিয়ে বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে থামানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ট্রাম নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দেন, ট্রাম লাইনগুলি ফের আগের অবস্থায় ফেরানো উচিত। ট্রাম লাইন কীভাবে বুজিয়ে দেওয়া হচ্ছে, তার ছবি তুলে আদালতে সাবমিট করতে হবে রাজ্যকে।

ট্রাম লাইন পিচ দিয়ে বুজিয়ে ফেলার অভিযোগ

বস্তুত ট্রাম লাইনগুলিকে নিঃশব্দে পিচ দিয়ে বুজিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় ট্রামপ্রেমী সংগঠন। তাদের অভিযোগ, ঘূর্ণিঝড় আমফানের জেরে খিদিরপুর-এসপ্লানেড রুটের ট্রামের তার ছিঁড়ে গিয়েছিল। নানা অছিলায় পাঁচ বছর পরেও সেই তার মেরামত করা হয়নি। ওই রাস্তার একাংশ পিচ দিয়ে ঢেকে ট্রাম চলাচলের সম্ভাবনায় ইতি টানার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ ট্রামপ্রেমী সংগঠনের। তাদের আশঙ্কা, টালিগঞ্জ-বালিগঞ্জ রুটেরও এমন ভবিষ্যৎ অপেক্ষা করছে। 

প্রশাসনকে ভর্ত্‍‌সনা প্রধান বিচারপতির

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান, রাজ্যের হেরিটেজের একটি অংশ হল ট্রাম। সরকারের উচিত অবিলম্বে সেই হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়া। ট্রাম এখনও অনেক দেশে চলে। কিছু দেশে তো রাস্তার মাঝ বরাবর ট্রাম চলে। এরপরেই তিনি পুলিশকে নির্দেশ দেন, যে দুটি জায়গায় ট্রাম লাইন তুলে দেওয়ার অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলির তদন্ত করতে হবে। এই ধরনের ঘটনা ঘটছে, আর প্রশাসন কিছুই জানে না, এটাই অবাক করছে।

ট্রাম লাইন নিয়ে রাজ্য কী জানাল?

এদিন ট্রাম বাঁচাও কমিটি হাইকোর্টে একটি রিপোর্ট সাবমিট করে। রাজ্যের তরফে রিপোর্টে জানানো হয়েছে, ট্রাম নিয়ে রাজ্য সরকার নিয়মিত মিটিং করছে। একই সঙ্গে ট্রাম লাইন তুলে দেওয়ার কোনও নির্দেশ পরিবহণ দফতরের তরফে দেওয়া হয়নি। 

Read more!
Advertisement
Advertisement