Advertisement

HC On BJP Plea: ধাক্কা বিজেপির, হাওড়া পুরসভা নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

গত ১৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলে জেলা পুর-নির্বাচনী আধিকারিক। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল,হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০। সেটাকে বাড়িয়ে করা হবে ৬৬। এই বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয় বিজেপি। 

হাইকোর্টে ধাক্কা বিজেপির।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Sep 2022,
  • अपडेटेड 8:19 PM IST
  • বিজেপির দায়ের করা মামলা খারিজ।
  • বিজ্ঞপ্তি চূড়ান্ত নয় বলে আদালতে জানাল রাজ্য।

পুজোর আগে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে আদালতে মামলা করেছিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার ওই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

গত ১৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলে জেলা পুর-নির্বাচনী আধিকারিক। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল,হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০। সেটাকে বাড়িয়ে করা হবে ৬৬। এই বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয় বিজেপি। 

বিজেপির দায়ের করা ওই মামলায় রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, এই বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয়। জেলা নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত চেয়েছেন। কারও কোনও আপত্তি থাকলে তা লিখিত ভাবে জানাতে পারেন তাঁরা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হবে।  

বিজেপির আইনজীবীর দাবি,২০১৫ সালের আগে হাওড়া পুরসভায় ওয়ার্ড ছিল ৫০টি। হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয় বালি পুরসভা। ওয়ার্ড সংখ্যা হয় ৬৬। রাজ্য সরকার বিধানসভায় দুই পুরসভাকে আলাদা করার বিল পাশ করেছে। এখনও রাজ্যপাল সাক্ষর করেননি। অথচ রাজ্য এখন হাওড়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ৬৬ করতে চাইছে। তাই বিজ্ঞপ্তি খারিজ করা হল। দু'পক্ষের সওয়াল-জবাব শুনে মামলাটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিং।

বলে রাখি, সেই ২০১৫ সালে হাওড়ার সঙ্গে বালি পুরসভাকেও জুড়ে দেওয়া হয়েছিল। পরে আবার তা আলাদা করার জন্য বিল আনা হয় বিধানসভায়। কিন্তু সেই বিলে সই করেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই থেকে এটা ঝুলে রয়েছে। এনিয়ে উচ্চবাচ্য করছেন না ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনও। একটি সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন,'আমার কান কাজ করছে না'। ২০১৮ সালে হাওড়া পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তখন থেকে পুরসভার নির্বাচন ঝুলে।

আরও পড়ুন- ১৯ TMC নেতার সম্পত্তি মামলায় হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement