Advertisement

Mamata Banerjee-Suvendu Adhikari: 'বিরোধী দলনেতা আসলে খুশি হতাম,' বিধানসভায় মিউজিয়াম উদ্বোধনে মমতা

বিধানসভায় অত্যাধুনিক মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। আজ দুপুরে বিধানসভায় একটি অনুষ্ঠানে তিনি মিউজিয়ামের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করলেন মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2022,
  • अपडेटेड 4:10 PM IST
  • বিধানসভার ফাঁকা জমিতে পাঁচতলা মিউজিয়াম গড়ে তোলা হয়েছে
  • মিউজিয়ামের মধ্যে থাকবে অডিটোরিয়াম, অডিও-ভিজুয়াল রুম

বিধানসভায় (West Bengal Legislative Assembly) অত্যাধুনিক মিউজিয়ামের (Museum) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। আজ দুপুরে বিধানসভায় একটি অনুষ্ঠানে তিনি মিউজিয়ামের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী সহ অন্যরা। বিধানসভার ফাঁকা জমিতে পাঁচতলা মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। বিধানসভা ও পরিষদীয় রাজনীতির ইতিহাসকে ধরে রাখতেই এই উদ্যোগ। মিউজিয়ামের মধ্যে থাকবে অডিটোরিয়াম, অডিও-ভিজুয়াল রুম, ডিজিটাল রেকর্ডস রুম। 

এদিকে, মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্য বিজেপি বিধায়করা। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে বিরোধী দলনেতার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। তিনি এর আগে বলেছিলেন, ‘বিধানসভা তৈরি হওয়ার পর এই ঘটনা প্রথমবার ঘটল যে প্রথমবার কোনও অনুষ্ঠান হচ্ছে, যেখানে বিরোধী দলনেতার নাম আমন্ত্রণ পত্রে ছাপা হয়নি।'

আজকের অনুষ্ঠানে এনিয়ে আবার প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিরেধী দলনেতা আসলে খুশি হতাম।' এরপরই মুখ্যমন্ত্রী স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়ের দিকে তাকিয়ে জানতে চান, 'স্পিকার মহাশয় আপনি কি আমন্ত্রণ জানিয়েছিলেন।' স্পিকার মাথা নাড়লে মুখ্যমন্ত্রী তখন বলেন, 'নামটা তো বড় কথা নয়। এখানে স্পিকার আমন্ত্রণ করছেন এটাই বড় কথা। আমি সব বিষয়ে ঢুকি না। চিঠিও দেওয়া হয়েছে। আসলে খুশি হতাম। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারতেন উনি বা ওনারা।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement