
সংবিধান দিবসের অনুষ্ঠানে ফের কেন্দ্রকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে মুখ্যমন্ত্রী বলেন দেশের ধর্মনিরপেক্ষা ও গনতন্ত্র বিপন্ন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে দেশের সংবিধানই রাস্তা দেখাতে পারে। সেই কথাও জানিয়েছেন মমতা। পাশাপাশি SIR নিয়ে ফের উষ্মা প্রকাশ করেন তৃণমূলনেত্রী।
এদিন সংবিধান দিবসে রচয়িতা বিআর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, সংবিধান রক্ষা করতে হবে। ২৯-এ ক্ষমতায় আসবে না বিজেপি সরকার। দেশে গনতন্ত্র ভূলুন্ঠিত। এখন নাকি সংসদে জয় হিন্দ, বন্দে মাতরম্ বলা যাবে না। ভোটের পর বিহারে ঝুট আর লুঠ চলছে। আজকের দিনে আমরা আম্বেদকরের সংবিধান মেনে চলব। যেকোনও মূল্যে সংবিধানে রক্ষা করার ডাক দেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
মমতার কথায়, বিজেপি সরকার এমনভাবে পদক্ষেপ নিচ্ছে যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাজ্যগুলির অধিকার সংকুচিত হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি। মমতা আরও বলেছেন, দেশে এখন এক পক্ষ চলছে। দেশে নিরপেক্ষতা নেই। ২৯ সালে কোনওভাবেই ক্ষমতায় আসবে না বিজেপি।
এদিনও বিএলওদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের চাপ অসুস্থ হচ্ছেন বিএলও-রা। এমনকি, কাজের চাপে বিএলও আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে একাধিক দাবি নিয়ে সিইও অফিসে ধরনায় বসেছিল তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ। সেইপ্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, 'নিজেদের দাবি জানাতে ৪৮ ঘণ্টা বসে থাকতে হল, কথা শুনতে ৪৮ ঘণ্টা, এত কীসের অহংকার?' উল্লেখ্য, ২৪ ঘণ্টার বেশি ধরনার পরে আন্দোলনকারী বিএলও-দের সঙ্গে দেখা করেন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
এরআগে মঙ্গলবারও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের নাম না–করে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার বনগাঁয় মঙ্গলবার জনসভায় মমতা সরাসরি কারও নাম না–করে তোপ দাগেন— ‘কমিশনের এখানে একজন জুটেছে...ছোটবাবু! তিনি আবার... বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা বড়! তিনি বিএলও–দের বলছেন, জেলে ঢুকিয়ে দেবেন। চাকরি খেয়ে নেবেন। আমি বলি বাপরে! আর পাঁচ মাসে বাদে যে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খেয়ে নেবে! আমার এখানকার লোকদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে?...আমরা মরে যাইনি।’ সংবিধানকে হাতে নিয়ে কমিশনকে ‘অমানবিক’ বলেও তোপ দাগেন মমতা।