Advertisement

Second Hooghly Bridge: শনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে না, জানিয়ে দিল পুলিশ

মেরামতির কাজের জন্য শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কথা ছিল। তবে সেই নির্দেশিকা বাতিল হয়ে গেল। কলকাতা ট্র্যাফিক পুলিশ শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে।

শনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে না, জানিয়ে দিল পুলিশশনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে না, জানিয়ে দিল পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 6:05 PM IST
  • শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে না
  • যেমন অন্যদিন খোলা থাকে তেমনই থাকবে

মেরামতির কাজের জন্য শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বন্ধ থাকার কথা ছিল। তবে সেই নির্দেশিকা বাতিল হয়ে গেল। কলকাতা ট্র্যাফিক পুলিশ শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টা সেতু বন্ধ হচ্ছে না। যেমন অন্যদিন খোলা থাকে তেমনই থাকবে।

গত ১১ অগাস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। এখন সেই নির্দেশই বাতিল করে দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৩, ১৪ এবং ১৫ জুন বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। জনগণের সুরক্ষার্থে বিদ্যাসাগর সেতুতে কিছু সংস্কার প্রয়োজন, সেজন্যই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে মাঝে মাঝে।

আরও পড়ুন

মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছিল, শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে (বিদ্যাসাগর সেতু) যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতু ও সাঁতরাগাছি বাস টার্মিনাসে জরুরি মেরামতির জন্যই এই সিদ্ধান্ত। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, কোনও ভারী পণ্যবাহী গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে ২৪ ঘণ্টা যাওয়া-আসা করতে পারবে না। সেতু বন্ধ থাকায় বিকল্প পথের ব্যবস্থা করার কথাও জানানো হয়। যে সময় বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বা যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে তখন বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যাবে নিবেদিতা সেতু এবং বিটি রোডকে।

তবে, শনিবার শনিবার HRBC এবং হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাবে না। তাই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে না। সংশ্লিষ্ট আগের বিজ্ঞপ্তিটিও বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে সময় বের করে নতুন করে কাজের সময়সূচি নির্ধারণ করা হবে। ফলে,এখই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে না এবং যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement