Advertisement

SIR শুরুর দিনই পথে নামছেন মমতা-অভিষেক, প্রতিবাদ মিছিল-সভা

SIR-এর বিরোধিতায় পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। তাও আবার SIR শুরুর দিনেই। মঙ্গলবার অর্থার ৪ নভেম্বর প্রতিবাদ মিছিল ও সভা করা হবে। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন মমতা ও অভিষেক। মিছিলে থাকবেন রাজ্যের মন্ত্রী থেকে সাংসদ, কাউন্সিলররাও। ৪ নভেম্বর রাজ্যে ইনিউমারেশন ফর্ম ফিলাপের প্রথম দিন। 

SIR-র বিরোধিতায় পথে নামবে তৃণমূলSIR-র বিরোধিতায় পথে নামবে তৃণমূল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 4:19 PM IST

SIR-এর বিরোধিতায় পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। তাও আবার SIR শুরুর দিনেই। মঙ্গলবার অর্থার ৪ নভেম্বর প্রতিবাদ মিছিল ও সভা করা হবে। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন মমতা ও অভিষেক। মিছিলে থাকবেন রাজ্যের মন্ত্রী থেকে সাংসদ, কাউন্সিলররাও। ৪ নভেম্বর রাজ্যে ইনিউমারেশন ফর্ম ফিলাপের প্রথম দিন। 

রাজ্যে NRC আতঙ্কে উত্তর ২৪ পরগনার পানিহাটি ও বীরভূমের রামপুরহাটে দু'জনের আত্মহত্যা খবর মিলেছে। কোচবিহারে আরও একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টার অভিযোগ সামনে আসে। রাজ্যে SIR ঘোষণার পর থেকে মানুষের মধ্যে আতঙ্কের আবহ তৈরি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল। শুরু থেকেই SIR-এর বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। এবার SIR-র প্রতিবাদে পথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো সহ তাঁর গোটা দল।

শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখান থেকে সাংসদ-বিধায়কদের হার্ড কপি ও ডিজিটাল লিস্ট মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনও ভুলত্রুটি কিংবা প্রক্রিয়ায় ক্রটি দেখলে আইনি পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন। SIR এর জন্য রাজ্যজুড়ে ৬ হাজার ২০০টি ক্যাম্প খুলছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক বিধানসভায় তৃণমূলের ১০ জন করে থাকবেন নির্দেশ দেন সাংসদ তথা তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক জানান, “প্রতিটি বিধানসভায় বিধায়ক-সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে ৪ নভেম্বর থেকে বিএলএ ২-এর সঙ্গে তাঁরা যোগাযোগ রাখবেন। ১০ জনকে দায়িত্ব দেওয়া হবে। ১ জন প্রতিদিন একটি বিধানসভার ৩০ জন বিএলএ ২-এর সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। সমস্যা জেনে বিধায়ক-সাংসদরা সমাধান করবেন। না পারলে আমাদের জানাবেন।“

মূলত কোচবিহার, মাথাভাঙা ও উত্তর ২৪ পরগনা, অশোকনগর থেকে একাধিক অসঙ্গতির খবর এসেছে। অনেকের ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকার পর এখনকার তালিকায় নাম নেই বলে অভিযোগ করেছেন। এই সমস্যাগুলি তুলে ধরেন সাংসদ অভিষেক। তাঁর নির্দেশ, যে যে জায়গায় অসঙ্গতির খবর বেশি আসছে, সেখানে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement